X
বুধবার, ২২ মে ২০২৪
৮ জ্যৈষ্ঠ ১৪৩১

রাফীর ক্যামেরায় পরী, তমা বললেন ‘আমরা হাসি...’

বিনোদন রিপোর্ট
২৯ জুলাই ২০২৩, ১২:১৫আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১২:৩২

নিশ্চিত হওয়া গেছে, এই দিলখোলা হাসির বিহাইন্ড দ্য ক্যামেরায় ছিলেন ‘সুড়ঙ্গ’ খোঁড়ার সাচ্চা কারিগর রায়হান রাফী। আবার এই হাসি উৎসবে অংশ না নিয়েও যে মধ্যমণি হয়েছিলেন ‘পরাণ’কাড়া শরিফুল রাজ, সেটিও স্পষ্ট।

হাসির আয়োজনটি গতরাতে (২৮ জুলাই) হয়ে গেছে নির্মাতা রায়হান রাফীর বাসায়। বিষয়টি তিনিই নিশ্চিত করেছেন বাংলা ট্রিবিউনকে। জানান, ‘তমা-পরী পুরনো বন্ধু। মূলত তাদের আগ্রহেই আমাদের দেখা-সাক্ষাৎ হলো। প্রথমে ওরা রেস্তোরাঁয় বসতে চেয়েছে। কিন্তু অনেক ক্রাউড দেখে পরে আমার বাসায় এলো সবাই। সবাই মানে পরী, তমা, রাজ্য আর চয়নিকা দিদি। কিছুক্ষণ গল্প-গুজব, হাহা-হিহি আর ছবি তোলা হলো। ভালোই কাটলো সময়টা।’  

তবে কি রাফীর নেক্সট প্রজেক্টে নায়িকা হয়ে আসছেন পরীমণি! নাকি রাজকে ঘিরে তৈরি রাফীর সঙ্গে ঘটা অপ্রীতিকর ঘটনা মুছতেই পরীর পক্ষে এই হাসি উৎসব! যা পরীর দেয়ালেও স্পষ্ট। একটি ছবিতে দেখা যাচ্ছে পরী-রাজ্যর ছবি তুলছেন রায়হান রাফী। সেটি প্রকাশ করে ক্যাপশনে পরী লিখে দিলেন, ‘চাচা বাদ। অনলি মামা ইজ রিয়েল।’ সম্ভবত রাফী রাজ্যর চাচা থেকে মামায় উন্নীত হলেন গত রাতে!

রাফী বললেন, ‘পরী ভালো অভিনেত্রী। তার সঙ্গে কাজ হবেই। এতে সন্দেহ নাই। তবে কোনও প্রজেক্টের বিষয়ে কাল ও আমার বাসায় আসেনি। কালকের আয়োজনটা একেবারেই তাৎক্ষণিক ও পারিবারিক। এখানে প্রফেশনাল কোনও আলাপ হয়নি। জাস্ট হাহা-হিহি করেছি আমরা।’ 

রাফী জানান, এরমধ্যে পরের সিনেমার চিত্রনাট্য নিয়ে টেবিলে বসে পড়েছেন। যেটির কাজ হচ্ছে বিমান নিয়ে। তবে ছবিটির নাম ও কাস্টিং বিষয়ে জানাবেন আগস্টে। যেখানে পরী তো পরের কথা, নিশো আর তমা মির্জাই এখনও নিশ্চিত নন বলে দাবি করলেন রাফী। জানালেন, ‘সুড়ঙ্গ’ পাইরেসির ঘটনা এখন শতভাগ কনট্রোলে আছে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
পরীর মনে ‘সুপ্তি’র মায়া
পরীর মনে ‘সুপ্তি’র মায়া
পদ্মর সঙ্গী প্রিয়ম, আনন্দে আটখানা পরী
পদ্মর সঙ্গী প্রিয়ম, আনন্দে আটখানা পরী
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
বিনোদন বিভাগের সর্বশেষ
কান সৈকতে জয়ার প্রশংসায় টলিউডের মুমতাজ
কান সৈকতে জয়ার প্রশংসায় টলিউডের মুমতাজ
‘ভুল বোঝাবুঝি’তে শেষ কাশ্যপ-মনোজের সম্পর্ক!
‘ভুল বোঝাবুঝি’তে শেষ কাশ্যপ-মনোজের সম্পর্ক!
কানের লালগালিচায় অলিম্পিকের মশাল
কান উৎসব ২০২৪কানের লালগালিচায় অলিম্পিকের মশাল
চেনা রূপে মাহি, অন্তর্জালে তুললেন ঝড়!
চেনা রূপে মাহি, অন্তর্জালে তুললেন ঝড়!
কান মাতিয়ে বাংলাদেশে আসছে এই ছবি
কান মাতিয়ে বাংলাদেশে আসছে এই ছবি