X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

এসব না করেই ভালো আছি: রাইমা সেন

বিনোদন ডেস্ক
৩০ জুলাই ২০২৩, ২০:১২আপডেট : ৩০ জুলাই ২০২৩, ২২:১৫

বয়সের ঘরে জড়ো হয়েছে ৪৩টি বছর। অথচ রূপ-লাবণ্যে এখনও টক্কর দেন কৈশোর পেরনো সদ্য তরুণীদেরও। তিনি রাইমা সেন। এত বছর বয়সে এসেও কোন জাদুতে নিজের রূপ অমলিন রেখেছেন তিনি, সেটা ভক্তদের কাছে অমীমাংসিত এক রহস্য। তবে রাইমা স্পষ্ট জানালেন, কোনও কৃত্রিম প্রক্রিয়ার আশ্রয় নেননি তিনি।

টলিউডের সীমানা ছাড়িয়ে বলিউডেও কাজ করেন রাইমা সেন। মুম্বাই ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রীই প্লাস্টিক সার্জারির মাধ্যমে সৌন্দর্য বর্ধনের চেষ্টা করেছেন। এ প্রসঙ্গে আনন্দবাজারে রাইমা সেনের বক্তব্য, ‘ইদানীং দেখি অনেকেই ঠোঁটে, গালে অনেক কিছু করান। আমি এসব না করেই ভালো আছি। যারা করান, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। নিজের যা রূপ আছে, তা নিয়েই কাজ করে যেতে চাই।’

বয়স যে বেড়েছে, তা রাইমা সেন নিজেও উপলব্ধি করেন। তবে সেই বয়সের ছাপ না পড়ায় ধন্যবাদটা দিলেন তার বাবা-মায়ের জিনকে (বংশাণু)।

হঠাৎ রাইমার বয়সের প্রসঙ্গ খবরের শিরোনামে আসার পেছনেও একটি কারণ রয়েছে। নতুন একটি ছবিতে যুক্ত হয়েছেন তিনি। নাম ‘হাওয়া বদল ২’। এটি ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘হাওয়া বদল’র দ্বিতীয় কিস্তি। দীর্ঘ এক দশক পর সিক্যুয়েল নির্মাণে হাত দিলেন অভিনেতা-নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায়।

রাইমা সেন নতুন ছবিতে ১৭ বছর বয়সী এক ছেলের মায়ের ভূমিকায় দেখা যাবে রাইমা সেনকে। এমন চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে অনেক নায়িকার আপত্তি থাকে। তবে রাইমার ভাবনা এরকম, ‘আমার মনে হয় অভিনয় শিল্পীদের এমন কোনও শর্ত রাখা উচিত নয়। পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করবো না, এমন কোনও ভাবনা আমার নেই। চরিত্রের গভীরতা থাকলে আমি অভিনয় করতে রাজি।’

শনিবার (২৯ জুলাই) ‘হাওয়া বদল ২’র মহরত অনুষ্ঠিত হয়েছে। এবারও ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন রাইমা সেন, পরমব্রত ও রুদ্রনীল ঘোষ। শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে লন্ডনে। ‘হাওয়া বদল ২’ মহরতে রুদ্রনীল, রাইমা ও পরমব্রত

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
৭৮ বছর পেছনে রাইমা সেন!
৭৮ বছর পেছনে রাইমা সেন!
জন্মদিন, উদযাপনহীন…
জন্মদিন, উদযাপনহীন…
টলিউডের সিনেমায় অপূর্ব, সঙ্গে রাইমা সেন
টলিউডের সিনেমায় অপূর্ব, সঙ্গে রাইমা সেন
রাইমার জীবনসঙ্গী হতে যা জরুরি
রাইমার জীবনসঙ্গী হতে যা জরুরি
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!