X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

মেক্সিকোতে বাংলাদেশের ৫ চলচ্চিত্র

বিনোদন রিপোর্ট
১০ আগস্ট ২০২৩, ১৭:৪৮আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১৯:৪৪

আগামী ১৩ থেকে ১৯ অক্টোবর মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকার বৃহত্তম সাংস্কৃতিক উৎসব সার্ভান্টিনো আন্তর্জাতিক উৎসবের ৫১তম আসর। এবারের আসরে মনোনীত হয়েছে বাংলাদেশের ৫টি চলচ্চিত্র। চলচ্চিত্রগুলো হচ্ছে খন্দকার সুমনের ‘সাঁতাও’, খিজির হায়াত খানের ‘ওরা ৭জন’, ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’, নাজমুস সাকিব আহমেদের ‘প্রিয়াঙ্কা’ এবং উজ্জ্বল কুমারের ‘মৃত্যুঞ্জয়ী’। 

সার্ভান্টিনো উত্তর আমেরিকার বৃহত্তম সাংস্কৃতিক উৎসব। ১৯৭২ সাল থেকে মেক্সিকোর গুয়ানুহওয়াটো শহরে প্রতি বছর সার্ভান্টিনো উৎসবটি অনুষ্ঠিত হয়। বিখ্যাত স্প্যানিশ উপন্যাস ‘ডন কিহোটতে’-এর লেখক মিগেল ডি সার্ভান্টেস সাভেইদ্রুহ-এর প্রতি শ্রদ্ধা জানাতে উৎসবটির আয়োজন করা হয়।  শিল্পকলার সকল শাখা এই উৎসবটিতে উদযাপিত হয়।

৫১তম সার্ভান্টিনো আন্তর্জাতিক উৎসবের অফিসিয়াল ওয়েব সাইট থেকে জানা যায়, ‘জেকে ১৯৭১’ চলচ্চিত্রটি আগামী ১৫ অক্টোবর, ‘ওরা ৭জন’ প্রদর্শিত হবে ১৬ অক্টোবর এবং ‘প্রিয়াঙ্কা’ প্রদর্শিত হবে ১৭ অক্টোবর দুপুর ১২টায়। আগামী ১৮ অক্টোবর প্রদর্শিত হবে ‘মৃত্যুঞ্জয়ী’ এবং ১৯ অক্টোবর ‘সাঁতাও’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে বিকাল ৫টায়।

এই উৎসবে অংশ নেওয়া প্রসঙ্গে ‘সাঁতাও’ চলচ্চিত্রের পরিচালক খন্দকার সুমন বলেন, ‘সার্ভান্টিনো উৎসবটি উত্তর আমেরিকার বৃহত্তম সাংস্কৃতিক উৎসব। এমন একটি মর্যাদাপূর্ণ উৎসবে বিভিন্ন জাতিগোষ্ঠীর শৈল্পিক চিন্তার মানুষদের কাছে আমাদের চলচ্চিত্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। বিষয়টি একই সাথে আনন্দের এবং সম্মানের। চলচ্চিত্র সমালোচক, সম্পাদক ও সংগঠক আহমেদ মুজতবা জামাল শোভন ভাইয়ের কাছে কৃতজ্ঞতা জানাই। গত জানুয়ারিতে ২১তম ঢাকা আন্তর্জাতিক উৎসবে এই ৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিল। তিনি প্রদর্শিত চলচ্চিত্রগুলো হার্ড ডিস্ক বন্দী না রেখে প্রতিনিয়ত বিভিন্ন উৎসবে পাঠিয়ে চলচ্চিত্রগুলোর পরিচর্যা করছেন। মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামকে বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানাই। তিনি সার্ভান্টিনো উৎসবের আয়োজক এবং চলচ্চিত্র নির্মাতাদের মাঝে সেতুবন্ধন তৈরি করেছেন।’  

বলা দরকার, গণ-অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’ চলচ্চিত্রটি রাশিয়ার ১৯তম কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। ‘২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ বাংলাদেশ প্যানারোমা বিভাগে সেরা চলচ্চিত্রটি সিনেমা হলে মুক্তি পেয়েছিল গত ২৭ জানুয়ারি। এরপর গত মার্চ থেকে দেশের বিভিন্ন জেলায় ছবিটির বিকল্প প্রদর্শনী হয়েছে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কানের লাল গালিচায় হাঁটতে কী লাগে, জানালেন প্রিয়তী
কানের লাল গালিচায় হাঁটতে কী লাগে, জানালেন প্রিয়তী
অনুরাগ কাশ্যপের সিনেমায় ঋদ্ধি!
অনুরাগ কাশ্যপের সিনেমায় ঋদ্ধি!
কান থেকে ভাবনা: নিজেকে ছোট অনুভব করাটাও দরকার
কান থেকে ভাবনা: নিজেকে ছোট অনুভব করাটাও দরকার
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী