X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১
ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে

প্রথম ফটোশুটের অভিজ্ঞতা শোনালেন সাদিয়া

কামরুল ইসলাম
১৯ আগস্ট ২০২৩, ১৭:৪১আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৩:৩১

বিনোদন শিল্পের বড় একটা অংশ জুড়ে রয়েছে ফটোগ্রাফি। শুটিংয়ের মুহূর্তধারণ হোক কিংবা মডেল-অভিনয়শিল্পীদের প্রথম কাজ, সবেতেই ফটোগ্রাফারের অস্তিত্ব থাকে। এই গুরুত্বপূর্ণ খাতকে স্বীকৃতি, উৎসাহ দিতেই প্রতি বছরের ১৯ আগস্ট বিশ্বজুড়ে উদযাপিত হয় ‘ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে’।

আজ শনিবার (১৯ আগস্ট) ফটোগ্রাফির দিনে তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান জানালেন তার ক্যারিয়ারে ফটোগ্রাফারের ভূমিকা। বাংলা ট্রিবিউনকে শুনিয়েছেন তার প্রথম ফটোশুটের অভিজ্ঞতা।

র‌্যাফের ক্যামেরায় সাদিয়ার প্রথম ফটোশুট (বামে) সাদিয়া জানান, বছর পাঁচেক আগে বিজ্ঞাপন দিয়ে তার শোবিজযাত্রা হয়। এর দু’বছর পর প্রথম ফটোশুট করেন তিনি। তবে সেই অভিজ্ঞতার আগে ফটোগ্রাফারদের নিয়ে তার ছোট্ট বার্তা, ‘প্রত্যেকটি আর্টিস্টের জীবনেই ফটোগ্রাফারের অবদান অনেক। যেহেতু আমাদের ক্যামেরার সামনে কাজ করতে হয়, তো সেই কাজটি ভালো হওয়ার পেছনে তাদের দক্ষতা, মেধা, পরিশ্রম অনেক গুরুত্বপূর্ণ। অনেক ভেবে-চিন্তে, গবেষণা করে কাজ করতে হয় তাদের।’

এবার ডায়েরির পাতা উল্টে ২০২১-এ ফিরলেন সাদিয়া আয়মান। বললেন, ‘২০২১ সালে আমার প্রথম ফটোশুট হয়, সেটা করেছিলেন রফিকুল ইসলাম র‌্যাফ। যাকে অন্যতম সেরা ফটোগ্রাফার হিসেবেই বিবেচনা করেন শিল্পীরা। একদিন তিনি নক করে জানান যে, আমাকে নিয়ে একটা এক্সপেরিমেন্টাল ফটোশুট করতে চান। এরপর ডেট ফিক্সড করে আমরা শুট করি। প্রথম ছবিটা যখন ফেসবুকে পোস্ট করি, তখন প্রচুর রেসপন্স আসে। মজার ব্যাপার হলো, ছবিটা দেখে সবাই ভাবে আলিয়া ভাটের ছবি! আমি কিংবা র‌্যাফ ভাই কেউই কিন্তু এটা মাথায় রেখে শুট করিনি।’

সাদিয়া আয়মান সাদিয়া জানান, মানুষের এমন সাড়া দেখার পরে তারা আলিয়া ভাটের ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ লুক রিক্রিয়েট করেছিলেন। এই ফাঁকে চিত্রগ্রাহক রফিকুল ইসলাম র‌্যাফের প্রশংসায় পঞ্চমুখ হলেন অভিনেত্রী। বললেন, ‘তার সঙ্গে ফটোশুট করতে গিয়ে আমি অনেক কিছুই শিখেছি। অভিনয় আলাদা জিনিস বটে, কিন্তু ক্যামেরার সামনে লুক সেট করা, স্বতঃস্ফূর্ত হওয়া; তার সঙ্গে কাজের সুবাদে এগুলোতে আমি ইজি হয়েছি। তার আরেকটা দিক আমার বেশ ভালো লাগে, সেটা হলো- তিনি আর্টিস্টের স্বাচ্ছন্দ্যের জায়গাটুকু রাখেন। আপনি কী করতে চান, কেমনভাবে নিজেকে উপস্থাপন করতে চান, অর্থাৎ আপনি যেটাতে কমফোর্টেবল, সেটাই তিনি করেন। খোলামেলা হতে হবে, এমন গেটআপ নিতে হবে, হাবিজাবি, এসব তিনি করেন না। মানুষ হিসেবেও তিনি দারুণ। নতুনদের উৎসাহ দেন। আমি যখন নতুন ছিলাম, আমাকে উৎসাহ-পরামর্শ দিয়েছেন।’

র‌্যাফের ক্যামেরায় সাদিয়া আয়মান নাটকে নিয়মিত হওয়ার পর থেকে প্রায়শই সোশ্যাল হ্যান্ডেলে ছবি পোস্ট করেন সাদিয়া আয়মান। যেগুলোর সিংহভাগই শুটিং লোকেশনে ধারণ করা। এসব ছবি কে তুলে দেয়? প্রশ্নটা শুনে সদা হাস্যোজ্বল সাদিয়া বললেন, ‘এগুলো আমার ফোন থেকেই তোলা। কখনও মেকআপ সহকারী, কখনও সহশিল্পী ছবি তুলে দেয়। আর বিহাইন্ড দ্য শুটের জন্য তো আলাদা ফটোগ্রাফার থাকেন, তারাও মাঝেমাঝে তুলে দেন।’

র‌্যাফের সঙ্গে সাদিয়া আয়মান শনিবার (১৯ আগস্ট) দুপুরে যখন এই প্রতিবেদকের সঙ্গে কথা হচ্ছিল, তখন সাদিয়া আয়মান অবস্থান করছিলেন শুটিং সেটে। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি সচেতনতামূলক প্রজেক্টের শুটিং। লেখক সাদাত হোসাইনের নির্মাণে এতে তার সঙ্গে আছেন খায়রুল বাসার। র‌্যাফের ক্যামেরায় সাম্প্রতিক শুটে সাদিয়া আয়মান

/এমএম/
সম্পর্কিত
১০ বছর পর বিদেশ থেকে ফিরে...
১০ বছর পর বিদেশ থেকে ফিরে...
বিনোদন বিভাগের সর্বশেষ
‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’
‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’
সালমানের সঙ্গী হলেন রাশমিকা
সালমানের সঙ্গী হলেন রাশমিকা
বাবা হত্যার বিচার পেয়েও যে কারণে নিশ্চুপ লামিয়া
বাবা হত্যার বিচার পেয়েও যে কারণে নিশ্চুপ লামিয়া
তরুণ প্রযোজক-নির্মাতা রূহানের মরদেহ উদ্ধার
তরুণ প্রযোজক-নির্মাতা রূহানের মরদেহ উদ্ধার
বিতর্ক ছাপিয়ে ‘হীরামান্ডি’র রেকর্ড
বিতর্ক ছাপিয়ে ‘হীরামান্ডি’র রেকর্ড