X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বাংলাদেশের ‘আজব কারখানা’র ফ্রান্স যাত্রা

বিনোদন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৩, ১৮:২৪আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১২:৫৯

ফ্রান্সের প্যারিস ও তুলুসে দুটি চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের সিনেমা ‘আজব কারখানা’। শনিবার (৭ অক্টোবর) প্যারিসে সিনেমা ল্যঁ লিংকনে গঁজ স্যুর সেইন ফেস্টিভ্যালে ছবিটির প্রদর্শনীতে অংশ নেবেন প্রযোজক সামিয়া জামান। চলতি মাসেই তুলুসেও দেখানো হবে এটি।  

শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’ ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিপরেসি অ্যাওয়ার্ড অর্জন করে। এছাড়া শ্রীলঙ্কার অষ্টম জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট ডেব্যু সম্মান পেয়েছে ছবিটি।

এছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে ‘আজব কারখানা’। এরমধ্যে ভারতের কলকাতা, পুনে, বেঙ্গালুরু ও নাগপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সুইজারল্যান্ডের ফিফগ, উত্তর আমেরিকার তাসভীর এবং থার্ড আই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, লন্ডনের রেইনবো অন্যতম।

আগামী বছরের শুরুতেই ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে বলে জানান নির্মাতা। 

একজন রক তারকার জীবন ও লোকগানের শিল্পীদের ঘিরে আবর্তিত হয়েছে ‘আজব কারখানা’র ঘটনাচক্র। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়াও আছেন দিলরুবা দোয়েল, শাবনাজ সাদিয়া ইমি, খালিদ হাসান রুমি, হালিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলিসহ অনেক লোকজ শিল্পী। 

‘আজব কারখানা’র সংগীত পরিচালনায় লাবিক কামাল গৌরব। ছবিটির গান লিখেছেন কবি হেলাল হাফিজ।

/জেএইচ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কানের লাল গালিচায় হাঁটতে কী লাগে, জানালেন প্রিয়তী
কানের লাল গালিচায় হাঁটতে কী লাগে, জানালেন প্রিয়তী
অনুরাগ কাশ্যপের সিনেমায় ঋদ্ধি!
অনুরাগ কাশ্যপের সিনেমায় ঋদ্ধি!
কান থেকে ভাবনা: নিজেকে ছোট অনুভব করাটাও দরকার
কান থেকে ভাবনা: নিজেকে ছোট অনুভব করাটাও দরকার
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী