X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

টাইগার ৩: শুধু শাহরুখ নন, হৃতিকও থাকছেন!

বিনোদন ডেস্ক
০৪ নভেম্বর ২০২৩, ১৩:২১আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১৪:১১

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন ছবি ‘টাইগার ৩’। আগামী ১২ নভেম্বর এটি বিশ্বব্যাপী মুক্তি পাবে। এখন চলছে শেষ মুহূর্তের প্রচারণা। সকলের জানা, ছবিতে বরাবরের মতোই টাইগারের ভূমিকায় আছেন সালমান খান। তার ভক্তদের প্রত্যাশা এই ছবির মাধ্যমে তিনি বক্স অফিসের দাপট ফিরে পাবেন। ইতোমধ্যে ট্রেলার, গানে সেই ইঙ্গিত কিছুটা মিলেছেও বটে।

আগে থেকেই জানা কথা, ‘টাইগার ৩’তে অতিথি চরিত্রে হাজির হবেন শাহরুখ খান। যিনি এর আগে একই ফ্র্যাঞ্চাইজির ‘পাঠান’-এ অভিনয় করে বক্স অফিস মাতিয়েছেন। তবে সর্বশেষ খবর অনুযায়ী, শুধু শাহরুখ নন, এই ছবিতে সালমানের সঙ্গে দেখা যাবে হৃতিক রোশনকেও!

একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি, “আদিত্য চোপড়া (যশরাজ ফিল্মসের কর্ণধার) তার স্পাই ইউনিভার্সের সুপার স্পাইদের একত্রিত করছেন। কেউ জানে না, কিন্তু পাঠানের সঙ্গে ‘টাইগার ৩’তে কবিরও (হৃতিকের চরিত্রের নাম) হাজির হবে। শুধু মুষ্টিমেয় কয়েকজন জানেন যে, এই ছবিতে কবিরকে কীভাবে উপস্থাপন করা হচ্ছে। বিষয়টি একেবারে পর্দায় চমক হিসেবে উন্মোচিত হবে।”

ওই সূত্রের মতে, ‘ভারতের সবচেয়ে বড় তিন সুপারস্টার একসঙ্গে পর্দায় হাজির হবেন, এটা নিঃসন্দেহে দর্শকদের উদযাপন করার মতো একটি মুহূর্ত।’  

বলা দরকার, হৃতিক রোশনও স্পাই ইউনিভার্সের সদস্য। এই ফ্র্যাঞ্চাইজির হিট ছবি ‘ওয়ার’র মূল তারকা তিনি। এতে কবির চরিত্রে অভিনয় করেছেন ‘কৃশ’ তারকা। এছাড়া আগামীতে আসবে ‘ওয়ার ২’। যেখানে হৃতিকের সঙ্গে দেখা যাবে দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর ও বলিউড সেনসেশন কিয়ারা আদভানিকে।

‘টাইগার ৩’ সিনেমার দৃশ্য উল্লেখ্য, প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে ‘টাইগার ৩’ নির্মাণ করেছেন মনীশ শর্মা। এতে সালমান খানের সঙ্গে আছেন ক্যাটরিনা কাইফ। আর খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি।

সূত্র: পিঙ্কভিলা

/কেআই/
সম্পর্কিত
ভিকির সমালোচক ক‍্যাট, কিন্তু…
ভিকির সমালোচক ক‍্যাট, কিন্তু…
শাহরুখের বাড়ি নিয়ে যত অভিযোগ
শাহরুখের বাড়ি নিয়ে যত অভিযোগ
শাহরুখ খানের সিনেমায় এড শিরানের বলিউড অভিষেক!
শাহরুখ খানের সিনেমায় এড শিরানের বলিউড অভিষেক!
‘শাহরুখের মতো আর কেউ নেই’
‘শাহরুখের মতো আর কেউ নেই’
বিনোদন বিভাগের সর্বশেষ
বাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
এ সপ্তাহের সিনেমাবাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!