X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

রেকর্ড অধরা, তবু চমক দেখালো ‘টাইগার ৩’

বিনোদন ডেস্ক
১৩ নভেম্বর ২০২৩, ১৩:০৫আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৪:৩৬

বলা হচ্ছে এটি বলিউড ভাইজান সালমান খানের কামব্যাক ফিল্ম। কারণ গত কয়েকটি ছবিতে সাফল্যের দেখা পাননি তিনি। তাই চেনা অ্যাকশন অবতারে হাজির হয়ে বক্স অফিসে নিজের দাপট ফিরিয়ে নেওয়ার চেষ্টায় সাল্লু। রবিবার (১২ নভেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে তার সেই তুরুপের তাস, ‘টাইগার ৩’।

জানা গেছে, ভারতের সাড়ে ৫ হাজার এবং আন্তর্জাতিক বাজারে ৩ হাজার ৪০০ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে ছবিটি। সব অঞ্চল থেকেই মিলছে আশানুরূপ সাড়া। দর্শক-সমালোচকরাও ছবিটির ইতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছেন। ফলে বক্স অফিসে চমকপ্রদ কিছুই করতে চলেছে স্পাই-অ্যাকশন ঘরানার এই ছবি।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুসারে, প্রথম দিন ভারতজুড়ে ‘টাইগার ৩’ ছবির কালেকশন সাড়ে ৪৪ কোটি রুপি। যেটাকে দীপাবলি উৎসবের সর্বোচ্চ কালেকশন বলছেন বিশেষজ্ঞরা। এর আগে দীপাবলিতে মুক্তি পাওয়া ছবির মধ্যে প্রথম দিনে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছিল হৃতিক রোশনের ‘কৃশ ৩’ ছবির; অংকটা ১৫ কোটি রুপি।

এই উৎসবের দিন সাধারণত ভারতীয়রা ঘর-বাড়িতে থাকেন, সিনেমা হলে যান না। এরপরও ‘টাইগার ৩’ যা সংগ্রহ করেছে, তা রীতিমতো বিস্ময়কর। তাই আগামী কয়েক দিনে যে ছবিটির বক্স অফিস ফুলেফেঁপে উঠবে, তা বলাই বাহুল্য।

‘টাইগার ৩’ ছবির একটি পোস্টার সালমান ভক্তদের অনেকের প্রত্যাশা ছিল, ‘টাইগার ৩’ দিয়ে শাহরুখ খানের রেকর্ড ভেঙে দেবেন ভাইজান। কিন্তু কিং খানের ‘জাওয়ান’ (৭৫ কোটি) কিংবা ‘পাঠান’ (৫৭ কোটি) কোনও ছবির ধারেকাছে যেতে পারেনি এটি। বলিউডের সর্বোচ্চ ওপেনিংয়ের দুটি রেকর্ড অধরাই থেকে গেলো টাইগারের। তবে সামগ্রিকভাবে ‘টাইগার ৩’র কালেকশন দারুণ কিছু হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে ‘টাইগার ৩’। এটি যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পঞ্চম ছবি। মনীশ শর্মা নির্মিত ছবিটিতে সালমান খানের সঙ্গে আছেন ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমি, আশুতোষ রানা, রেবতী প্রমুখ। এছাড়া অতিথি চরিত্রে চমক হিসেবে আছেন শাহরুখ খান ও হৃতিক রোশন।

/কেআই/
সম্পর্কিত
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
সালমানের বাড়ির সামনে গোলাগুলি, ছুটে এলেন মুখ্যমন্ত্রী
সালমানের বাড়ির সামনে গোলাগুলি, ছুটে এলেন মুখ্যমন্ত্রী
অতিথি হতে হতে ক্লান্ত সালমান!
অতিথি হতে হতে ক্লান্ত সালমান!
সালমানও ভরসা রাখছেন দক্ষিণী নির্মাতায়!
সালমানও ভরসা রাখছেন দক্ষিণী নির্মাতায়!
বিনোদন বিভাগের সর্বশেষ
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!