X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

যানজটে তিতিবিরক্ত সিয়াম, প্রশ্ন ছুড়লেন সরকারের প্রতি

বিনোদন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২৪, ১২:৩৯আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১৭:১৮

তারকাদের বলা হয় সাধারণ মানুষের অঘোষিত প্রতিনিধি। আমজনতার সমর্থন-ভালোবাসায় তাদের ক্যারিয়ার গড়ে ওঠে, পান খ্যাতি-সম্মান। যদিও অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, স্রেফ নিজের কাজটুকুর বাইরে তারকারা দেশ ও সমাজের সমস্যা, অসঙ্গতি নিয়ে কথা বলতে চান না। এ কারণে অনেকে তাদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন। 

জনসমস্যা নিয়ে তারকাদের নীরবতার মাঝে এবার একটু সরব হলেন অভিনেতা সিয়াম আহমেদ। যিনি ছোট পর্দা পেরিয়ে এখন বড় পর্দার তারকা হিসেবে প্রতিষ্ঠিত। রাজধানী ঢাকার যানজট ও ভিআইপি মুভমেন্ট নিয়ে অন্য অনেকের মতো তিনিও তিতিবিরক্ত। এ নিয়ে প্রকাশ্যে প্রকাশ করেছেন হতাশা, চেয়েছেন নিস্তারও।

বুধবার (১৭ জানুয়ারি) রাতে সোশ্যাল হ্যান্ডেলে একটি লম্বা পোস্ট দেন সিয়াম। তাতে ক্ষোভের সুরে সরকারের কাছে প্রশ্ন ছুড়ে বলেছেন, ‘নির্বাচনও শেষ হয়ে গেলো। সরকারও প্রতিষ্ঠিত। আপনারা কি দেখতে পাচ্ছেন না রাস্তার কী অবস্থা? পরিচিত মানুষেরা যখন দেশের অবস্থা নিয়ে নাক সিটকে বিদেশে সেকেন্ড হোম বানায়, তখনও গর্ব করে বলি, নিজের দেশ ছেড়ে কোথাও যাবো না। ভালো লাগে বলতে, আপন লাগে।’

রাজধানী ঢাকার কম-বেশি সবাই ‘ভিআইপি মুভমেন্ট’র (সরকার প্রধান কিংবা মন্ত্রীদের চলাচলের বিশেষ ব্যবস্থা) ভোগান্তির শিকার হন। এ বিষয়েও কথা বলেছেন সিয়াম। তার ভাষ্য, ‘একটা মানুষ যদি প্রতিদিন ৩ ঘণ্টার বেশি সময় রাস্তায় জ্যামে বসে থাকে, তাহলে কাজ করবে কীভাবে? প্রতিদিন যেন আরেকটু বেড়েই যাচ্ছে। মড়ার ওপর খাঁড়ার ঘা হলো ‘ভিআইপি মুভমেন্ট’। অ্যাম্বুলেন্স যাওয়ার পথটুকুও আটকানো থাকে!”

সিয়াম আহমেদ শেষে সরকারের প্রতি আর্জি জানিয়ে সিয়াম বলেছেন, ‘দয়া করে এখনও যারা দেশকে ভালোবেসে থেকে যেতে চায়, তাদের থাকার ব্যবস্থা করে দিন। রিজিকের জন্য সবাইকে প্রতিদিন অনেক জায়গায় চলাচল করতে হয়। তাদের কথাটা দয়া করে মাথায় রাখুন। আমাদের সাহায্য করুন, যাতে আমরাও পরিবার ও দেশটাকে সাহায্য করতে পারি।’

যানজট ঢাকার প্রধানতম সমস্যা। কিন্তু এভাবে স্পষ্ট ভাষ্যে তেমন কোনও তারকা বিষয়টি নিয়ে কথা বলেন না। নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী দীর্ঘদিন ধরে স্যাটায়ারের মোড়কে অবশ্য কথা বলে আসছিলেন। তবে পর্দার তারকারা বরাবরই শান্তিপ্রিয়! এই শান্তি এতটাই প্রকট যে সিয়ামের পোস্টে নির্মাতা চয়নিকা চৌধুরী ছাড়া উল্লেখযোগ্য কোনও তারকার মন্তব্যটুকুও পাওয়া যায়নি!

প্রসঙ্গত, সিয়াম আহমেদ সম্প্রতি শেষ করেছেন ‘টিকিট’ নামের একটি ওয়েব সিরিজের কাজ। ভিকি জাহেদের নির্মাণে এতে তার সঙ্গে আছেন সাফা কবির, মনোজ প্রামাণিক প্রমুখ। এটি শিগগির মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে। সিয়াম আহমেদ

/কেআই/এমএম/
সম্পর্কিত
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বিনোদন বিভাগের সর্বশেষ
পর্দা উঠলো কান উৎসবের, মেরিল স্ট্রিপ ও মেসির ফেরা
কান উৎসব ২০২৪পর্দা উঠলো কান উৎসবের, মেরিল স্ট্রিপ ও মেসির ফেরা
বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে যা বললেন লিলি
কান উৎসব ২০২৪বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে যা বললেন লিলি
ডানপিটে দুলু থেকে কিংবদন্তি ফারুক
প্রয়াণ দিবসে স্মরণডানপিটে দুলু থেকে কিংবদন্তি ফারুক
জমকালো উদ্বোধনের দিনে মনমরা শহর
কান উৎসব ২০২৪জমকালো উদ্বোধনের দিনে মনমরা শহর
‘পদাতিক’ ঝলক: মৃত্যুতে শুরু, ‘কাট’ দিয়ে শেষ (ভিডিও)
‘পদাতিক’ ঝলক: মৃত্যুতে শুরু, ‘কাট’ দিয়ে শেষ (ভিডিও)