X
মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
৪ আষাঢ় ১৪৩১

‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী

বিনোদন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৪, ২০:০৩আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৩:৩৭

দুজনের বয়স সমান—৩৪ বছর। এক যুগ আগে, প্রায় একই সময়ে দুজনের টিভি ক্যারিয়ার শুরু হয়েছিল। তবে একজন সংবাদ পাঠে, অন্যজন অভিনয়ে। এরপর লম্বা সময় পেরিয়ে দুজনেই এসেছেন সিনেমায়। নিজ নিজ যোগ্যতায় জায়গা করে নিয়েছেন পোক্তভাবে।

বলা হচ্ছে সিয়াম আহমেদ ও শবনম বুবলীর কথা। জুটি বেঁধে যারা ‘টান’র মতো সফল ওয়েব ফিল্ম উপহার দিয়েছেন। রায়হান রাফী নির্মিত ওই ছবিতে তাদের রসায়ন মুগ্ধ করেছিল দর্শকদের। 
দুই বছর পর আবারও জুটিবদ্ধ হলেন সিয়াম-বুবলী। এবারের মিশন ‘জংলি’। যেটা ইতোপূর্বে শুরু করেছেন সিয়াম। এবার তার সঙ্গে যোগ দিলেন ‘বসগিরি’ খ্যাত নায়িকা। 

বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় একটি পোস্টার প্রকাশের মাধ্যমে বুবলীকে সামনে এনেছে টিম ‘জংলি’। এতে দেখা যায়, আগ্রাসী চাহনিতে চেয়ে আছেন সিয়াম। তার পেছনেই চশমা পরা বুবলীর ভীত-সন্ত্রস্ত মুখছবি। 

পোস্টারটি শেয়ার করে সিয়াম ক্যাপশনে লিখেছেন, “বুবলীকে আমাদের দলে স্বাগতম। ‘জংলি’ আসছে। দেখা হবে কোরবানির ঈদে।”

‘টান’-এ সিয়াম-বুবলী ছবিটি পরিচালনা করছেন এম রাহিম। যিনি এর আগে সিয়ামকে নিয়ে ‘শান’ নির্মাণ করে অপার সম্ভাবনার জানান দিয়েছেন। 

গত রবিবার (২১ এপ্রিল) থেকে রাজধানীতে চলছে ‘জংলি’র শুটিং। চলবে আরও দুই দিন। এরপর পুরো টিম রওনা দেবে মানিকগঞ্জে। সেখানে হবে বাকি দৃশ্যের চিত্রায়ন। 

গেলো ২৯ মার্চ ছিল সিয়ামের জন্মদিন। সেই উপলক্ষে ‘জংলি’র ঘোষণা দেওয়া হয় ফার্স্টলুক পোস্টারসমেত। যেখানে ব্যতিক্রম অবতারে হাজির হয়ে চমকে দিয়েছেন অভিনেতা। তিনি জানিয়েছেন, প্রায় ছয় মাস ধরে তিনি চরিত্রটির জন্য প্রস্তুতি নিয়েছেন। এবার তার সঙ্গে নতুন চমক হিসেবে দেখা দিলেন বুবলী। যিনি একের পর এক ব্যতিক্রম চরিত্রে অভিনয় করে দাপট জারি রেখেছেন ঢালিউডে। সদ্য গত হওয়া ঈদে তার অভিনীত দুটি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে ‘দেয়ালের দেশ’-এ তার অভিনয় পেয়েছে ভূয়সী প্রশংসা। 

উল্লেখ্য, আজাদ খানের গল্পে ‘জংলি’র চিত্রনাট্য লিখেছেন কলকাতার সুকৃতি সাহা ও মেহেদী হাসান। আসন্ন কোরবানির ঈদে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘জংলি’র পোস্টারে বুবলী ও সিয়াম

/কেআই/এমএম/
সম্পর্কিত
‘জংলি’তে সিয়ামের সঙ্গী দীঘি!
‘জংলি’তে সিয়ামের সঙ্গী দীঘি!
হঠাৎ সরে দাঁড়ালো ‘জংলি’, ‘তুফান’ নাকি ঘূর্ণিঝড়!
হঠাৎ সরে দাঁড়ালো ‘জংলি’, ‘তুফান’ নাকি ঘূর্ণিঝড়!
‘জংলি’র সব গানে প্রিন্স মাহমুদ
‘জংলি’র সব গানে প্রিন্স মাহমুদ
এবারের গন্তব্য যুক্তরাষ্ট্র
এবারের গন্তব্য যুক্তরাষ্ট্র
বিনোদন বিভাগের সর্বশেষ
ঈদের দ্বিতীয় দিনে যতো সংগীতানুষ্ঠান
ঈদের দ্বিতীয় দিনে যতো সংগীতানুষ্ঠান
ঈদের দ্বিতীয় দিনে ৩২টি নাটক ও টেলিছবি
ঈদের দ্বিতীয় দিনে ৩২টি নাটক ও টেলিছবি
ঈদের ১০ ধারাবাহিক নাটক
ঈদের ১০ ধারাবাহিক নাটক
ঈদের দিনে টিভিতে সাত সিনেমা
ঈদের দিনে টিভিতে সাত সিনেমা
প্রথম দিনে টিভিতে ৩৩টি নাটক ও টেলিছবি
প্রথম দিনে টিভিতে ৩৩টি নাটক ও টেলিছবি