X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

‘পুরুষের তুলনায় নারী আরও দক্ষতা নিয়ে কাজ করছে’

বিনোদন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৪, ২০:৩০আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ২৩:০৬

চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২২তম আসর। শনিবার (২০ জানুয়ারি) এটি শুরু হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। আজ রবিবার (২১ জানুয়ারি) থেকে উৎসবের বিভিন্ন বিভাগের কার্যক্রম চলছে পুরোদমে।

এই উৎসবের অন্যতম বিভাগ ‘উইমেন ইন সিনেমা’। এদিন সকাল ৯টায় সেটার উদ্বোধন হয়েছে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে। ‘ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স উইমেন ইন সিনেমা’ শীর্ষক এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উৎসবটির চেয়ারপারসন অধ্যাপক কিশওয়ার কামাল। রেইনবো ফিল্ম সোসাইটির প্রেসিডেন্ট আহমেদ মুজতবা জামালের সঞ্চালনায় এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ হালিম প্রমুখ।

অনুষ্ঠানে শর্মিলা ঠাকুর বলেন, ‘সিনেমা, থিয়েটার সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে। এখন ভারতসহ সারা বিশ্বেই ওটিটি প্ল্যাটফর্ম ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে। আমি খুবই আশাবাদী মানুষ। নারীরাও এগিয়েছে। এখন ভারতে পুরুষ অভিনয়শিল্পীর তুলনায় নারীরা আরও দক্ষতা নিয়ে কাজ করছেন। পুরুষের মতোই তারা জনপ্রিয় হচ্ছে।’

অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, ‘আমাদের চারপাশের বিভিন্ন দেশে নানাভাবে এখনও পিতৃতান্ত্রিক ব্যবস্থা বিরাজমান। সিনেমা হলো সেই মাধ্যম, যা আমাদের সামনে দেখায়, কোন সমাজে পিতৃতান্ত্রিক ব্যবস্থার গভীরতা কতটুকু।’

অধ্যাপক কিশওয়ার কামালের মন্তব্য ছিল এরকম, ‘পৃথিবীতে সিনেমা একই ভাষার। একইভাবে মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করে এই মাধ্যম। আজ নারীদের চলচ্চিত্রের অংশগ্রহণ আমাদের মধ্যে সেই যোগাযোগ তৈরি করছে।’

অনুষ্ঠানে অধ্যাপক ড. সাদেকা হালিমের সভাপতিত্বে ‘নেভিগেটিং ডুয়াল আইডেনটিটি; অ্যান এক্সপ্লোরেশন অব ইন্টারসেকশনালিটি ইন মাদারহুড অ্যান্ড ফিল্মমেকিং’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের পশ্চিমবঙ্গের ‘সেইন্ট জেভিয়ার্স কলেজ ইন কলকাতা’র গণযোগাযোগ ও ভিডিওগ্রাফি বিভাগের প্রধান ড. ইপ্সিতা বরাট। এর ওপর আলোচনায় অংশ নেন নয়াদিল্লির জামিলা মিলিয়া ইসলামিয়ার ‘এজেকে গণযোগাযোগ গবেষণা কেন্দ্র’র অধ্যাপক ড. সোহিনী ঘোষ, লেখক ও সমালোচক আলম খোরশেদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহযোগী অধ্যাপক ফাতেমা আমিন।

অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেকটর ফারাহ কবীরের সভাপতিত্বে ‘স্টিয়ারিং থ্রু দ্য ক্লেভার হুইস্পার্স অফ মডার্নিটি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের আন্ডারগ্রাড শিক্ষার্থী সামারাহ জান্নাতি জামাল। এই পর্বে আলোচনায় অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্রাড শিক্ষার্থী আফিফা আক্তার ও ডকুমেন্টারি বিভাগে আন্তর্জাতিক পুরস্কারজয়ী পর্তুগালের নির্মাতা ফিলিপা কারদোসো।

উল্লেখ্য, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার ৭৪টি দেশের ২৫২টি সিনেমা অংশ নিচ্ছে। উৎসবটি চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানসৈকতে বাংলা ট্রিবিউনের ক‍্যামেরায় টম ক্রুজ
কানসৈকতে বাংলা ট্রিবিউনের ক‍্যামেরায় টম ক্রুজ
প্রকাশ পেল ‘ব্যাচেলর পয়েন্ট-৫’-এর ফার্স্টলুক
প্রকাশ পেল ‘ব্যাচেলর পয়েন্ট-৫’-এর ফার্স্টলুক
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
কানে ট্রাম্পকে একহাত নিলেন রবার্ট ডি নিরো
কানে ট্রাম্পকে একহাত নিলেন রবার্ট ডি নিরো
সেলিব্রিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন রাজ-সিয়াম
সেলিব্রিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন রাজ-সিয়াম