X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ঢাকার সিরিজের নাম এলো তুরস্ক থেকে!

বিনোদন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪১আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৩৫

গল্প, নির্মাণ এবং নাম; সবেতেই বৈচিত্র্যের ছাপ রেখে চলেছেন নির্মাতা ভিকি জাহেদ। এই যেমন তার নতুন ওয়েব সিরিজের নাম ‘আরারাত’। এই শব্দটির সঙ্গে মানুষের পরিচয়ও খুব একটা নেই, অর্থ জানা তো দূরের বিষয়। কারণ নামটি দেশের নয়, দূর তুরস্কের। সেই দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম ‘আরারাত’।

প্রশ্ন উঠতে পারে, তুরস্কের পাহাড়ের নাম কেন ঢাকার ওয়েব সিরিজে? সেই রহস্য এখনই খোলাসা করতে চান না নির্মাতা কিংবা সংশ্লিষ্ট কেউ। জানালেন, সিরিজের শেষ পর্যন্ত দেখলে দর্শক সহজেই তা বুঝে যাবেন। ভালোবাসা দিবস উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি সিরিজটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ।

সম্প্রতি ‘আরারাত’র ট্রেলার প্রকাশ হয়েছে। যেটা দেখে এর গল্প সম্পর্কে তেমন কিছুই আঁচ করতে পারছেন না দর্শক। পুরোটাই রহস্যের চাদরে মুড়ে রেখেছেন নির্মাতা। কেউ কেউ অনুমান করছেন, এটি হয়তো তার আলোচিত সিরিজ ‘দ্য সাইলেন্স’র সিক্যুয়েল। তবে সেটাও পরিষ্কার করছেন না সংশ্লিষ্টরা।

ভিকি জাহেদ শুধু এটুকু বললেন, “এটি লাভ স্টোরি। তবে আর দশটা ভালোবাসার মতো গল্পের মতো এটি না। ভালোবাসার পাশাপাশি গল্পটা প্রতারণারও। ভালোবাসার মানুষ যদি প্রতারণা করে, সবাই কি সহ্য করতে পারে? এসব উত্তর নিয়েই সাজানো সিরিজটি। তবে এটা ‘দ্য সাইলেন্স’র পরবর্তী কিস্তি কিনা, তা দর্শক দেখার পরই বুঝতে পারবেন।”

সিরিজটির দুটি পোস্টার ‘আরারাত’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। সিরিজটির মাধ্যমে নতুন বছরে তিনি প্রথমবার পর্দায় আসছেন। কাজটি নিয়ে তিনি বললেন, ‘এখানে রুপা নামে একজন সহজ-সরল নারী আমি। যার একটি সুন্দর সংসার রয়েছে। স্বামীকে নিয়ে ভালোই দিন কাটছিল। হঠাৎ জীবনে আমূল পরিবর্তন চলে আসবে। ওলটপালট হয়ে যাবে সব। কেন, কী কারণে, তা জানতে এটি দেখতে হবে। ভিকি ভাই সবসময় দর্শকের মানসিকতা নিয়ে গবেষণা করেন। খুঁজে বের করেন বাস্তব জীবনে দর্শক কী চায়। সে জায়গা থেকে এবারের কাজটিও অসাধারণ এক অভিজ্ঞতার। আমি এবং আমাদের সব আর্টিস্ট নিজেদের সেরাটি দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এ কাজটি দর্শকের উপভোগ্য হবে।’

‘দ্য সাইলেন্স’র মতো এই সিরিজেও মেহজাবীনের সঙ্গে আছেন শ্যামল মাওলা, আজিজুল হাকিম, বিজরী বরকতউল্লাহ প্রমুখ। কেএস ফিল্মস প্রডাকশনের ব্যানারে ৬ পর্বের সিরিজটি প্রযোজনা করেছেন মোহাম্মদ কামরুজ্জামান।

ট্রেলার: 

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
নতুন রেকর্ডে আরও উঁচুতে ‘বড় ছেলে’
নতুন রেকর্ডে আরও উঁচুতে ‘বড় ছেলে’
তুমুল নেচেছেন মেহজাবীন!
তুমুল নেচেছেন মেহজাবীন!
বিনোদন বিভাগের সর্বশেষ
আট গল্পে আলোকচিত্র প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পে আলোকচিত্র প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!