X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সিয়াম-শম্পার ভালোবাসার গল্পটা এমন হবে, ভাবেনি কেউ!

বিনোদন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৭আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৮

দিন তিনেক আগে চিত্রনায়ক সিয়াম আহমেদ তার সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন জ্যেষ্ঠ অভিনেত্রী শম্পা রেজার সঙ্গে। ক্যাপশনে লেখেন, ‘মাই ভ্যালেন্টাইন’। অনুসারীরা বুঝে নিয়েছিল, ভালোবাসা দিবসে বিশেষ কোনও প্রজেক্ট নিয়ে আসছেন নায়ক।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে সেই বিশেষ প্রজেক্টের পোস্টার শেয়ার করেন সিয়াম। সেখানেও তার সঙ্গে শম্পা রেজা। আর প্রজেক্টটির নাম ‘দ্য ফার্স্ট লাভ’। পোস্টার দেখে অধিকাংশই অনুমান করেছিল, এটি হয়ত মা ও ছেলের ভালোবাসা-মায়ার গল্প।

কিন্তু শেষমেশ কাজটি যখন অন্তর্জালে মুক্তি পেলো, তখন বদলে গেলো পুরো ভাবনা। প্রেমিক-প্রেমিকা কিংবা মা-ছেলে নয়, এই ভালোবাসা মূলত দেশের প্রতি। যা দেখে মুগ্ধতায় লুটোপুটি খাচ্ছে দর্শক।

৬ মিনিট ১৬ সেকেন্ডের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন মাহাথির স্পন্দন। এর গল্পটা এরকম- উচ্চশিক্ষা ও উন্নত জীবনের জন্য বিদেশে যেতে চায় বাবাই (সিয়াম)। কিন্তু তার প্রেমিকা মেধাবী ছাত্রী হয়েও দেশ ছাড়তে নারাজ। এ নিয়ে তাদের সম্পর্কে চলছে বিচ্ছেদ পর্ব। বিষয়টি নিয়ে নিজের দাদির সঙ্গে কথা বলে বাবাই। অভিযোগের সুরে বলে, ‘যে ভালোবাসে, সে কখনও ছেড়ে যেতে পারে না’।

‘দ্য ফার্স্ট লাভ’-এ সিয়াম ও শম্পা তখন তার দাদি জানতে চায়, জীবনে প্রথম কাকে ‘ভালোবাসি’ বলেছিল বাবাই। অনেক ভেবেও যখন সে বুঝতে পারে না, তখন ঘরের জানালা খুলে দেয় তার দাদি। আর পাশের বিদ্যালয়ের মাঠ থেকে ভেসে আসে চিরচেনা জাতীয় সংগীতের লাইন- ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। আর তার দাদি বলে, ‘তোর কথাটা ঠিকই, কেউ যদি সত্যি কাউকে ভালোবাসে, তাহলে তার কাছ থেকে দূরে যেতে পারে না। কিন্তু ভালোবাসার ক্ষেত্রে কাছে-দূরে থাকার চেয়েও জরুরি হচ্ছে, মনে থাকা।’

ছোট দৈর্ঘ্যের এই ছবি নিয়ে সিয়াম আহমেদের বার্তা, ‘ভালোবাসি বলার পরেও যে দূরে চলে যায়, তাকে আসলে কী বলে? দূরে চলে গেলেই কি ভালোবাসার সবটুকু শেষ? নাকি সব কিছুর পরেও কিছু কথা থাকে? এসব প্রশ্নের উত্তর মিলবে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।’

চারদিকে যখন দেশ ছেড়ে বিদেশে থিতু হওয়ার মিছিল, তখন দেশের প্রতি ভালোবাসা ও মায়ার গল্পে এমন একটি কাজ দর্শককে নতুন করে ভাবাচ্ছে; অন্তত শর্টফিল্মটির কমেন্ট বক্সে চোখ রাখলে এমনটাই আঁচ করা যাচ্ছে। প্রেমিক-প্রেমিকার প্রতি ভালোবাসার উৎসবে দেশাত্মবোধের বিষয়টি তুলে আনায় সংশ্লিষ্টদের সাধুবাদও দিচ্ছেন অনেকে।

সিয়াম-শম্পার সেই শর্টফিল্ম:

 

/কেআই/এমএম/
সম্পর্কিত
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
ঈদ শুভেচ্ছায় যা বলছেন তারকারা
ঈদ শুভেচ্ছায় যা বলছেন তারকারা
তুমুল নেচেছেন মেহজাবীন!
তুমুল নেচেছেন মেহজাবীন!
বিনোদন বিভাগের সর্বশেষ
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!