লম্বা সময় আড়ালে থাকা চিত্রনায়িকা পপির বাবা আমির হোসেন মারা গেছেন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৬টা নাগাদ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষে নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি... রাজিউন)।
খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পপির সহকর্মী নায়ক অমিত হাসান।
জানা গেছে, কয়েক বছর ধরেই পপির বাবা বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। কয়েক মাস ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বলা দরকার, তিন বছর ধরে সিনেমা ও গণমাধ্যম থেকে আড়ালে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি। অনেকেই বলছেন, সংসার জীবনে থিতু হতেই তার এই রহস্যময় আড়াল।