X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নির্মাতার জন্মদিনে ‘অমীমাংসিত’ বার্তা এবং ‘তুফান’ সংকেত!

কামরুল ইসলাম
কামরুল ইসলাম
০৩ মার্চ ২০২৪, ১৬:২৪আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৭:১৯

তরুণ নির্মাতা হিসেবে তার ক্যারিয়ার ঈর্ষণীয় বটে। যে’কটি সিনেমা বানিয়েছেন, সাফল্য কিংবা প্রশংসা জুটেছে সবেতেই। ‘পোড়ামন ২’ থেকে শুরু করে ‘দহন’, ‘পরাণ’, ‘দামাল’ এবং সর্বশেষ ‘সুড়ঙ্গ’-বড় পর্দায় তার অদম্য ছুটে চলা। পাশাপাশি ওটিটি প্রজেক্টেও নিজের দাপট জারি রেখেছেন।

তিনি রায়হান রাফী। সফল এই নির্মাতার আজ (৩ মার্চ) জন্মদিন। কাছের মানুষদের নিয়ে বাসাতেই কাটছে দিনটি। এর ফাঁকেই বাংলা ট্রিবিউনকে তার নতুন দুটি সিনেমার আপডেট জানালেন।

প্রথমটি ‘অমীমাংসিত’। ওটিটি প্ল্যাটফর্ম আই-স্ক্রিনের জন্য নির্মিত হয়েছে এটি। অভিনয়ে ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। ছবির টিজার, পোস্টার ইত্যাদি প্রকাশ্যে আসার পরই আলোচনার ঝড় ওঠে। বলাবলি হচ্ছে, এটি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনা অবলম্বনে বানানো হয়েছে। যদিও সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে আপাতত ঠোঁটে তালা মেরে রেখেছেন।

এর মধ্যেই জানা গেলো, ছবিটি আগে সেন্সর বোর্ডে প্রদর্শিত হবে। তারপর মুক্তি। বিষয়টি নিয়ে রাফীর মন্তব্য এরকম, ‘সেন্সর প্রদর্শনীর আগে আসলে সেভাবে কিছু বলতে চাই না। ছবিটা জমা দেওয়া হয়েছে। এ সপ্তাহেই দেখবে। এরপর আমরা কথা বলবো এটা নিয়ে।’

‘তুফান’র সেট পরিকল্পনা কিন্তু হঠাৎ সেন্সরে যাওয়ার হেতু কী? এ প্রসঙ্গে রাফীর বক্তব্য, ‘বোর্ডের পক্ষ থেকেই আমাদেরকে বলা হয়েছিল যে, তারা আগে ছবিটা দেখতে চায়। এমনিতে ওটিটির কনটেন্টে তো এখনও পর্যন্ত কোনও সেন্সর নেই। তবু তারা দেখতে চেয়েছে, আমরা জমা দিয়েছি। আমি এমন কোনও কনটেন্ট বানাইনি, যেটা আমার দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে কিংবা দেশে প্রদর্শনের যোগ্য না। আশা করি ছাড়পত্র পেয়ে যাবো। এরপর রোজার আগেই ছবিটা মুক্তি পাবে।’

দ্বিতীয় ছবিটির নাম ‘তুফান’। যেখানে নায়ক শাকিব খান। এই প্রথম ঢালিউড নবাবকে নিয়ে ছবি বানাচ্ছেন রাফী। ফলে আয়োজনের কোনও ঘাটতি রাখছেন না। ছবিটি বর্তমানে ঠিক কোন পর্যায় রয়েছে, জানতে চাইলে ‘সুড়ঙ্গ’ নির্মাতার জবাব, ‘আমাদের যাবতীয় প্রস্তুতি শেষ। ইতোমধ্যে টিমের কিছু সদস্য হায়দরাবাদে চলে গেছে। আমরাও দুই-তিন দিনের মধ্যে চলে যাবো। এরপর টানা শুটিং। তবে যাওয়ার আগেই ছবির নায়িকা এবং আরও কে কে থাকছেন, তাদের নাম ঘোষণা করে যাবো।’

কথা প্রসঙ্গে আরেকটি বিষয় চলে আসে। ক’দিন ধরে শোনা যাচ্ছে, ‘তুফান’-এ শাকিবের নায়িকা কলকাতার মিমি চক্রবর্তী। সেটা কি একটু পরিষ্কার করা যায়? রায়হান রাফী বললেন, ‘আমরা কিন্তু কারও নামই প্রকাশ করিনি। এসব গুঞ্জনের ভিত্তি নেই। এটুকু বলতে পারি, ঢাকা এবং কলকাতা থেকে দুজন নায়িকা থাকছেন। তাদের নাম দু’তিন দিনের মধ্যেই জানাবো আমরা।’

রায়হান রাফী বলা দরকার, ভারতের হায়দরাবাদে অবস্থিত বিখ্যাত রামোজি ফিল্ম সিটিতে হবে ‘তুফান’র শুটিং। ইতোমধ্যে সেখানে নব্বই দশকের শহরের আদলে বিশাল সেট বানানো হয়েছে। ইতোপূর্বে রাফী জানিয়েছেন, ‘বাহুবলী’ সিনেমার সেট যারা বানিয়েছিলেন, তারাই কাজ করছে ‘তুফান’র সেট নির্মাণে। বড় বাজেটের এই ছবি প্রযোজনা করছে বাংলাদেশের আলফা আই, চরকি ও কলকাতার এসভিএফ। আগামী কোরবানির ঈদে ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

/এমএম/
সম্পর্কিত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সরে আটকে আছে রাফীর ‘অমীমাংসিত’, রিয়াজের দুঃখপ্রকাশ
সেন্সরে আটকে আছে রাফীর ‘অমীমাংসিত’, রিয়াজের দুঃখপ্রকাশ
হলিউডকে পাশ কাটিয়ে সিনেপ্লেক্সে ফের ‘পরাণ’
হলিউডকে পাশ কাটিয়ে সিনেপ্লেক্সে ফের ‘পরাণ’
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…