X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

সেন্সরে আটকে আছে রাফীর ‘অমীমাংসিত’, রিয়াজের দুঃখপ্রকাশ

বিনোদন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৪, ১৬:১৯আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৮:৫২

ওটিটি কনটেন্টের ক্ষেত্রে এখনও সেন্সর কার্যকর হয়নি। তবু চিঠি দিয়ে নিজ আগ্রহে রায়হান রাফী নির্মিত ‘অমীমাংসিত’ দেখতে চায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। গেলো মাসের প্রথম সপ্তাহে ছবিটি জমা দেওয়া হয়। তখন নির্মাতা আত্মবিশ্বাস নিয়ে বলেছিলেন, তার ছবি ছাড়পত্র পেয়ে যাবে। কারণ তিনি এমন কোনও কনটেন্ট নির্মাণ করেননি, যেটা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে।

না, রাফীর আত্মবিশ্বাস বাস্তবে ফলেনি। সেন্সর জটিলতায় আটকেই রইলো ছবিটি। কথা ছিল, এই ঈদে বিশেষ চমক হিসেবে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘অমীমাংসিত’। কিন্তু সেটাও আর হলো না।

বিষয়টি নিয়ে আইস্ক্রিন-এর প্রকল্প পরিচালক ও নায়ক রিয়াজ আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি বললেন, ‘‘এই ঈদে আপনাদের বহুল প্রতীক্ষিত সিনেমাটি মুক্তি দিতে পারছি না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। যথাসময়ে সমস্ত নিয়ম মেনে সেন্সর বোর্ডে জমা প্রদানের পরও অদ্যাবধি কোনও চিঠি না পাওয়ায় আমরা আইস্ক্রিন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। সেন্সর সার্টিফিকেট পাওয়া সাপেক্ষে, অতি দ্রুত সিনেমাটি মুক্তি দেয়ার ইচ্ছা রাখছি। কারণ, বাংলাদেশের প্রচলিত আইন ও সংবিধানের প্রতি আমরা শ্রদ্ধাশীল।’’

ঠিক কী কারণে ছবিটি ছাড়পত্র পাচ্ছে না, সেই রহস্যও অমীমাংসিত! সংশ্লিষ্টদের এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে কেউ কেউ অনুমান করছেন, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হওয়ার কারণে হয়তো ছবিটিকে গ্রিন সিগন্যাল দিচ্ছে না সেন্সর বোর্ড।

গত ১২ ফেব্রুয়ারি ছবিটির টিজার প্রকাশ করা হয়েছিল। সেটা দেখে অধিকাংশ দর্শক আঁচ করেছেন, এটি আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ড ঘিরে নির্মিত। যেই ঘটনার রহস্য এক যুগ পেরিয়ে এখনও খোলাসা হয়নি।

কিন্তু সাগর-রুনির ঘটনাই কি ‘অমীমাংসিত’র বিষয়বস্তু, তা পরিষ্কার করেননি নির্মাতা রাফী। তিনি জানিয়েছেন, ছবিটি মুক্তি পেলে দর্শকই বুঝে নেবেন।

ছবিটির মুখ্য চরিত্রে আছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। এছাড়া আরও কয়েকজন অভিনয়শিল্পী আছেন, তবে পোস্টার ও টিজারে তাদের মুখ কালো কাপড়ে ঢেকে রাখা হয়েছে। এর মাধ্যমে যেন গল্পের রহস্য আরও ঘনীভূত করতে চেয়েছেন নির্মাতা। কিন্তু এখন ছবির মুক্তি নিয়েই পোহাতে হচ্ছে নতুন রহস্য-জটিলতা।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
‘আমলনামা’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে যা বললেন রাফী
‘আমলনামা’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে যা বললেন রাফী
১২ মার্চ মধ্যরাতে আসছে রাফীর ‘আমলনামা’
১২ মার্চ মধ্যরাতে আসছে রাফীর ‘আমলনামা’
ফের সত্য ঘটনার ছায়া মাড়ালেন রায়হান রাফী
ফের সত্য ঘটনার ছায়া মাড়ালেন রায়হান রাফী
বাবা হারালেন রায়হান রাফী
বাবা হারালেন রায়হান রাফী
বিনোদন বিভাগের সর্বশেষ
এক বিচ্ছেদেই ক্ষতি ৮ মিলিয়ন ডলার!
এক বিচ্ছেদেই ক্ষতি ৮ মিলিয়ন ডলার!
বাবা-মায়ের কবরে শায়িত হলেন মুস্তাফা জামান আব্বাসী
বাবা-মায়ের কবরে শায়িত হলেন মুস্তাফা জামান আব্বাসী
নোয়াখালীর গল্পের সিনেমায় তুষি
নোয়াখালীর গল্পের সিনেমায় তুষি
এবার হলিউড মিশন...
এবার হলিউড মিশন...
দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ও শাকিব
দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ও শাকিব