X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ঈদ সপ্তাহের যত ধারাবাহিক

বিনোদন ডেস্ক
১১ এপ্রিল ২০২৪, ১১:০৯আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১৯:৪৩

প্রতি বছরের মতো এবারের ঈদেও টিভি চ্যানেলগুলোতে থাকছে কয়েকশ’ নতুন নাটক। এর পাশাপাশি বিশেষ কিছু ধারাবাহিকও প্রচার হচ্ছে। যেগুলো ঈদের দিন থেকে সপ্তাহজুড়ে দেখানো হবে পর্ব আকারে। সেসব ধারাবাহিকের খবর রইলো এই আয়োজনে…

বাংলাভিশন

মিস শিউলির প্রেমিকেরা; পরিচালনায় সাগর জাহান; অভিনয়ে তানিয়া বৃষ্টি, সাইদুর রহমান পাভেল, ইশতিয়াক আহমেদ রুমেল, মুসাফির সৈয়দ বাচ্চু প্রমুখ। প্রতি রাত ৮টা ৪০ মিনিটে প্রচার।

এটিএন বাংলা

আলাল ও দুলাল; পরিচালনায় সহিদ উন নবী। এতে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, চাষী আলম, আনিকা কবির শখ প্রমুখ। দেখা যাবে প্রতি সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

এনটিভি

প্রবাসী পরিবার; পরিচালনায় মারুফ রেহমান। অভিনয়ে আছেন প্রাণ রায়, মায়মুনা মম, সেমন্তী সৌমি, মিলন ভট্টাচার্য, মিম চৌধুরী প্রমুখ। প্রচার হবে প্রতি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।

চ্যানেল আই

নাকাল নকল ছোটকাকু; ফরিদুর রেজা সাগরের উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা করেছেন আফজাল হোসেন। অভিনয়ে আফজাল হোসেন, আশরাফুল আশীষ, শাহেদ আলী, সোমা ফেরদৌস প্রমুখ। দেখা যাবে প্রতি সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।

আরটিভি

তিন অক্ষরের নাম; পরিচালনায় হারুন রুশো। অভিনয়ে চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুকিত জাকারিয়া। প্রচার সন্ধ্যা ৭টায়।

বৈশাখী টিভি

আমি মানুষ; পরিচালনায় রুপক বিন রউফ। অভিনয়ে আরফান আহমেদ, মৌটুসী বিশ্বাস, আল মনসুর। দেখা যাবে প্রতিদিন বিকাল ৫টা ১৫ মিনিটে।

পাঁচ টন; পরিচালনায় ফরিদুল হাসান। অভিনয়ে মাসুদ রানা মিঠু, ফারজানা মিহি, আনন্দ খালেদ। প্রচার বিকাল ৫টা ৪৫ মিনিট।

সাহেব বিবি গোলাম; পরিচালনায় অনন্য ইমন। অভিনয়ে ইরফান সাজ্জাদ, নাবিলা ইসলাম, শিবলি নোমান প্রমুখ। প্রচার হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

নাগরিক টিভি

প্রেমিকা এখন হোস্টেলে; পরিচালনায় নাসিম সাহনিক। অভিনয়ে তামিম খন্দকার, কচি খন্দকার প্রমুখ। প্রচার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে।

মাছরাঙা টেলিভিশন

ইতি তোমার আমি; পরিচালনায় এজাজ মুন্না। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, দিব্য জ্যোতি, লাবণ্য প্রমুখ। প্রচার রাত ৯টা ১০ মিনিটে।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
ফিতরা-জাকাতের নামেও প্রতারণা
ফিতরা-জাকাতের নামেও প্রতারণা
ঈদের ছুটি শেষে ভারত থেকে ফিরছেন যাত্রীরা, ইমিগ্রেশনে ভোগান্তি
ঈদের ছুটি শেষে ভারত থেকে ফিরছেন যাত্রীরা, ইমিগ্রেশনে ভোগান্তি
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
ঈদের ছুটি শেষ, কাজে ফিরছে মানুষ
ঈদের ছুটি শেষ, কাজে ফিরছে মানুষ
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!