X
সোমবার, ২৭ মে ২০২৪
১৩ জ্যৈষ্ঠ ১৪৩১

১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৪, ২০:০৯আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ২০:০৯

নগর বাউল জেমসের মতো কণ্ঠ, চেহারা, চুল আর পোশাক। অথচ তিনি জেমস নন। তবে নামটাও যেন কাছাকাছি; জেনস! শূন্য দশকের শুরুতেই সবার নজর কেড়ে নেন ‘একটা চাদর হবে’ নামের অ্যালবাম করে। এরপর আরও অনেক অ্যালবাম ও গান প্রকাশ হয় তার। তবে গত ১৬ বছর ছিলেন না নতুন গানে। 

অবশেষে ১৮ এপ্রিল হাজির হলেন নতুন গান ‘আসমান জমিন’ নিয়ে। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন এস আই এনজেল। ঈশা খান দূরের তত্ত্বাবধানে ভিডিও পরিচালনা করেছেন এআর খান।

দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের মিউজিক ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় গানচিত্রটি মুক্তি পেয়েছে।

নতুন গানে ফেরা প্রসঙ্গে সুমন বলেন, ‘সর্বশেষ ২০০৮ সালে গান করেছি। এরপর করা হয়নি। দীর্ঘদিন পর নতুন গান নিয়ে ফিরেছি। আশা করছি সবার পছন্দ হবে।’

জেনস সুম‌নের প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশ হয় ১৯৯৭ সা‌লে। তারপর একে একে আসে ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’ ইত্যাদি। আর ২০০৮ সা‌লে প্রকাশ হয় তার শেষ অ্যালবাম ‘মন চ‌লো রূপের নগ‌রে’।

 

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মায়ের মৃত্যুর পর ধর্মে আস্থা বেড়ে গেছে: জাহ্নবী
মায়ের মৃত্যুর পর ধর্মে আস্থা বেড়ে গেছে: জাহ্নবী
ওটিটিতে আসছে ‘রাজকুমার’
ওটিটিতে আসছে ‘রাজকুমার’
ফাতিমা: সাধারণ এক নারীর ‘অসাধারণ’ সংগ্রামের ছবি
সিনেমা সমালোচনাফাতিমা: সাধারণ এক নারীর ‘অসাধারণ’ সংগ্রামের ছবি
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
ফারিয়াকে চমকে দিলো আফ্রিকান ভক্ত
ফারিয়াকে চমকে দিলো আফ্রিকান ভক্ত