X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৪, ২০:০৯আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ২০:০৯

নগর বাউল জেমসের মতো কণ্ঠ, চেহারা, চুল আর পোশাক। অথচ তিনি জেমস নন। তবে নামটাও যেন কাছাকাছি; জেনস! শূন্য দশকের শুরুতেই সবার নজর কেড়ে নেন ‘একটা চাদর হবে’ নামের অ্যালবাম করে। এরপর আরও অনেক অ্যালবাম ও গান প্রকাশ হয় তার। তবে গত ১৬ বছর ছিলেন না নতুন গানে। 

অবশেষে ১৮ এপ্রিল হাজির হলেন নতুন গান ‘আসমান জমিন’ নিয়ে। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন এস আই এনজেল। ঈশা খান দূরের তত্ত্বাবধানে ভিডিও পরিচালনা করেছেন এআর খান।

দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের মিউজিক ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় গানচিত্রটি মুক্তি পেয়েছে।

নতুন গানে ফেরা প্রসঙ্গে সুমন বলেন, ‘সর্বশেষ ২০০৮ সালে গান করেছি। এরপর করা হয়নি। দীর্ঘদিন পর নতুন গান নিয়ে ফিরেছি। আশা করছি সবার পছন্দ হবে।’

জেনস সুম‌নের প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশ হয় ১৯৯৭ সা‌লে। তারপর একে একে আসে ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’ ইত্যাদি। আর ২০০৮ সা‌লে প্রকাশ হয় তার শেষ অ্যালবাম ‘মন চ‌লো রূপের নগ‌রে’।

 

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য