X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১
অভিনেতা রুমির মৃত্যু

‘ওপারে ভালো থেকো বন্ধু’

বিনোদন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৪, ১৪:৩৮আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১৭:৪৭

টিভি নাটকের অত্যন্ত পরিচিত মুখ তিনি। বিশেষ করে বরিশালের আঞ্চলিক ভাষার চরিত্রে তিনি ছিলেন অনন্য, অদ্বিতীয়। তার সাবলীল অভিনয়ে দর্শক হেসে লুটোপুটি খেয়েছে, কখনও আবার ভারি হয়েছে বুক। সেই সব বর্ণিল স্মৃতি অতীতের খাতায় রেখে অলিউল হক রুমি চলে গেছেন না ফেরার দেশে।

সোমবার (২২ এপ্রিল) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রুমি। অভিনেতা হিসেবে যেমন জনপ্রিয় ছিলেন, তেমনি ছিলেন সজ্জন মানুষ হিসেবে সবার কাছে প্রিয়। তাই রুমির চলে যাওয়ায় শোকে কাতর শোবিজের তারকারা।

অভিনেতা চঞ্চল চৌধুরী তার সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘ভেবেছিলাম একটু সুস্থ হয়ে ওঠেন, আপনাকে দেখতে যাবো। আর দেখা হলো না। এ কেমন বিদায় রুমি ভাই! নিয়তির কাছে সকলেই হার মানে, মানতে হয়। তবে আপনি একটু তাড়াতাড়িই চলে গেলেন। অন্যলোকে শান্তিতে থাকুন রুমি ভাই। শ্রদ্ধা এবং ভালোবাসা।’

রুমির মৃত্যুর খবর প্রকাশ করে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লেখেন, ‘টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অলিউল হক রুমি ভাই কিছুক্ষণ আগে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। সবাই তার জন্য দোয়া করবেন।’

অভিনেত্রী শাহনাজ খুশি তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, “চলে গেলেন রুমি ভাই! মৃত্যুটা কত সহজ, জীবনটাই অনেক বেশি কঠিন। এই প্রথমবার, এমন খবর শুনে, সবাইকে জানাবার জন্য লিখতে গিয়ে, লিখলাম আর মুছলাম অসংখ্যবার! আপনার ছবির সাথে কোনওভাবেই ‘শেষ বিদায়’র কিছু লিখতে পারছিলাম না রুমি ভাই! সব সম্ভব? মাত্র দেড়/দুই মাস, সব চেষ্টা শেষ হলো! কোনওভাবেই ঠেকানো গেল না কিছু! আপনার পরিবারকে আল্লাহ এ শোক কাটিয়ে ওঠার শক্তি দিক, এ প্রার্থনা করি। পরপারে চির শান্তিতে থাকবেন।’

রুমির একটি ছবি পোস্ট করে অভিনেতা সাজু খাদেম লিখলেন, ‘রুমি ভাই, চলেই গেলেন?’

একটি সেলফি পোস্ট করে অভিনেত্রী ফারজানা চুমকি লিখেছেন, ‘রুমি ভাই, শেষ পর্যন্ত চলেই গেলেন। ভালো থেকেন ওপারে। আমার জন্মদিনের প্রথম যে ফোনটি আসতো, সেটা আপনার ফোন। সেই কলটি আর আসবে না। সাব্বিরের সাথে কতো অভিমান কে করবে রুমি ভাই? ক্ষমা করেন ভাই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।’

টিভি পর্দার আরেক গুণী অভিনেতা আমিন আজাদ লিখেছেন, ‘না ফেরার দেশে চলে গেলেন প্রিয় বন্ধু, আমার দীর্ঘ দিনের একসাথে পথ চলার সাথী জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। ওপারে ভালো থেকো বন্ধু।’

রুমির সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে দিয়ে অভিনেত্রী শামীমা তুষ্টি লিখেছেন, ‘রুমি ভাই, এই চলে যাওয়ার প্রশ্নের কোনও উত্তর নাই। ভালো থেকো ভাই ওপারে।’

অভিনেত্রী রোকেয়া প্রাচী লিখেছেন, “রুমি ভাই, বিদায়। আমার পরিচালনায় প্রথম ধারাবাহিক ‘সেলাই পরিবার’ নাটকের সময়টা মনে হচ্ছে খুব। আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুন।’

উল্লেখ্য, রুমির অভিনয়ের শুরু থিয়েটার বেইলি রোডের ‘এখনও ক্রীতদাস’ নাটকের মধ্য দিয়ে। সেটা ১৯৮৮ সালে। একই বছর ‘কোন কাননের ফুল’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার। এরপর কয়েক’শ নাটকে দেখা গেছে তাকে। সিনেমায়ও অভিনয় করেছেন এই শিল্পী।

/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র