X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

অবশেষে শাহরুখ-অক্ষয়ের মোলাকাত!

বিনোদন ডেস্ক
১০ জুন ২০২৪, ১৪:৩০আপডেট : ১০ জুন ২০২৪, ১৪:৩০

দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে শাহরুখ খান ও অক্ষয় কুমারকে আলিঙ্গন করতে দেখে উচ্ছ্বসিত ভক্তরা।

প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির টানা তৃতীয়বার শপথ গ্রহণ করলেন রবিবার (৯ জুন)। সেই অনুষ্ঠানে দিল্লিতে এসেছিলেন একঝাঁক তারকা। অভিনেতা শাহরুখ খান, অক্ষয় কুমার, অনুপম খের, রজনীকান্ত এবং নির্মাতা রাজকুমার হিরানির মতো বলি তারকাদের এদিন রাষ্ট্রপতি ভবনে দেখা গেছে।

তবে যে মুহূর্তটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে, তা হলো বরাবরই নিরাপদ দুরত্বে অবস্থান করা বলিউডের দুই হিটমেকার অক্ষয় ও শাহরুখ কীভাবে একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন।

সংবাদ সংস্থা এএনআইয়ের শেয়ার করা একটি ছবিতে অক্ষয় ও শাহরুখকে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানাতে দেখা যায়। এটি শেয়ার করে নিউজ পোর্টালটি লিখেছে, ‘দিল্লি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে একে অপরকে শুভেচ্ছা জানান শাহরুখ খান ও অক্ষয় কুমার।’

অক্ষয় অনুষ্ঠানের জন্য একটি প্যাস্টেল রঙের ফর্মাল শার্ট এবং গাঢ় ট্রাউজার্স বেছে নিয়েছিলেন, যখন শাহরুখকে একটি গাঢ় স্যুট, একটি পনিটেল এবং চশমা পরে দারুণ দেখাচ্ছিল। মুকেশ ও অনন্ত আম্বানিকে নিয়ে শাহরুখ অনুষ্ঠানে হাজির হন।

এখানেই শেষ হতে পারতো মোদির অনুষ্ঠানে শাহরুখ-অক্ষয়ের দেখা হওয়ার গল্প। কিন্তু না আর হলো কই।ভক্তরা এই ছবিটি দেখে রীতিমতো উত্তেজিত। এবং উভয় অভিনেতাকে এক ফ্রেমে দেখে নানামাত্রিক মন্তব্যে ভাসিয়ে দিচ্ছেন সোশ্যালে। একজন লিখেছেন, ‘মোদিজি নে মিলা দিয়া, শাহরুখ ও অক্ষয় (মোদিজি শাহরুখ ও অক্ষয়কে একসঙ্গে আনতে সাহায্য করেছেন)’। আরেকজন লিখেছেন, ‘এ বছরের সেরা আলিঙ্গন’। তৃতীয়জন লেখেন, ‘বলিউড কা খিলাড়ি ও বাদশা এক সাথ (বলিউডের খিলাড়ি ও বাদশা একসঙ্গে)’। অপর আরেকজন লেখেন, ‘ওয়াও খিলাড়ি কুমার মিটিং পাঠান’। আরও একটি মন্তব্যে লেখা হয়েছে, ‘বলিউডের খিলাড়ি ও কিং। রোমাঞ্চকর ফ্রেম’।

রবিবার টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি। দিল্লির রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। বিভিন্ন ক্ষেত্র থেকে ৮ হাজারেরও বেশি অতিথি এসেছিলেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএম/
সম্পর্কিত
শাহরুখের বাড়ি নিয়ে যত অভিযোগ
শাহরুখের বাড়ি নিয়ে যত অভিযোগ
শাহরুখ খানের সিনেমায় এড শিরানের বলিউড অভিষেক!
শাহরুখ খানের সিনেমায় এড শিরানের বলিউড অভিষেক!
‘শাহরুখের মতো আর কেউ নেই’
‘শাহরুখের মতো আর কেউ নেই’
মেট গালায় শাহরুখকে দিতে হলো নিজের পরিচয়!
মেট গালায় শাহরুখকে দিতে হলো নিজের পরিচয়!
বিনোদন বিভাগের সর্বশেষ
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
 ‘হেরাফেরি’তে ফিরছেন পরেশ রাওয়াল
 ‘হেরাফেরি’তে ফিরছেন পরেশ রাওয়াল
সাবিনা ইয়াসমীনের কণ্ঠে নতুন দেশাত্মবোধক গান
সাবিনা ইয়াসমীনের কণ্ঠে নতুন দেশাত্মবোধক গান
সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’
সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’