X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২
বর্ষপূর্তিতে জলতরঙ্গ

গীতি-আলেখ্য ‘রক্তে আঁকা প্রচ্ছদপট’

বিনোদন রিপোর্ট
১২ মার্চ ২০১৬, ১৩:৫৭আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৫:২৪

প্রথম বছর পূর্ণ করলো সাংস্কৃতিক সংগঠন ‘জলতরঙ্গ’। বর্ষপূর্তিতে এ সংগঠনের আয়োজনটাও ছিল নজরকাড়া। স্বাধীনতার মাসে তাদের এ আয়োজন যেনো বাড়তি মাত্রা যোগ করলো। গানে গানে প্রকাশ পেলো বাংলার ‘রক্তে আঁকা প্রচ্ছদপট’।

গীতি-আলেখ্য ‘রক্তে আঁকা প্রচ্ছদপট’ শুক্রবার সন্ধ্যায় ছায়ানট সংগীত বিদ্যায়তন মিলনায়তনে ‘জলতরঙ্গ’ আয়োজন করেছিল গীতি-আলেখ্য। এতে ইতিহাসের সূত্র ধরে দেশ ভাগ, ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধের গানগুলো উঠে এসেছে ধারাবাহিকভাবে। তাতে ‘ও আমার দেশের মাটি’, ‘গাঁয়ের বধূ’, ‘আর দোবো না রক্তে বোনা ধান’, ‘আলোর পথযাত্রী’, ‘হেই সামালো’, ‘অবাক পৃথিবী’সহ প্রভৃতি গান। ছিল কবিতাও।
গীতি-আলেখ্য ‘রক্তে আঁকা প্রচ্ছদপট’ এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘এখানে সবাই আমার আত্মীয়। সংগীত এমন একটি মন্ত্র, যা সবাইকে আপন করে নেয়। যদিও আমাদের মাঝে সংগীত চর্চার বিষয়টি আর আগের মতো নেই। এক সময় ভোর হলেই গানের রেওয়াজ শোনা যেত। এখন আর যায় না। শিল্পকলাকে ক্ষতিগ্রস্ত করছে বাণিজ্য। একসময় যেকোনও সংগ্রামে গান তৈরি হতো। এখন সংগ্রাম নেই, গানও হচ্ছে না। চলছে দুর্বৃত্তের আধিপত্য। চলছে ভোগ-বিলাস।’

জলতরঙ্গের প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘গানের মাধ্যমে মানুষের পারস্পরিক সম্পর্ক দৃঢ় হয়। এ সংগঠন সেটা করবে, সেটাই আমার প্রত্যাশা।’

গীতি-আলেখ্য অনুষ্ঠানে সংগীতশিল্পী আমিনা আহমেদ (মাঝে) অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক আশফাকুর রহমান খান। স্বাগত বক্তব্য দেন জাকির হোসেন। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী রবিরাগের সভাপতি আমিনা আহমেদ। এদিকে উপস্থিত থাকতে না পারা আরেক অতিথি শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণীর কন্যা প্রয়াত হওয়ায় শিল্পীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন আয়োজকেরা।

ভিন্নমাত্রার এই গীতি-আলেখ্য শেষ হয় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে।

গীতি-আলেখ্য ‘রক্তে আঁকা প্রচ্ছদপট’

ছবি: সাজ্জাদ হোসেন।

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান  
হৈমন্তী শুক্লার কণ্ঠে আবারও বাংলাদেশের গান  
প্রকৃতিকন্যা মিম
প্রকৃতিকন্যা মিম
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক