X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

নির্মাতা উজ্জ্বলের ব্যান্ড ‘ওমকার’, অভিষেক ৬ সেপ্টেম্বর

বিনোদন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৮

মাসুদ হাসান উজ্জ্বল। মূল পরিচিতি নির্মাতা হলেও মূলত তিনি একজন মিউজিশিয়ান। যেটা তার নির্মাণেও টের পাওয়া যায়। তারও বেশি স্পষ্ট ছিলেন ব্যান্ড ‘মেঘদল’-এ।

এরপর ‘মেঘদল’ থেকে সরে দাঁড়িয়েছেন, নির্মাণে ব্যস্ত হয়েছেন। সিনেমার বোঝাটাও কাঁধে নিয়েছেন। অনেকগুলো অসাধারণ নাটকের বিপরীতে প্রথম সিনেমাতেও প্রশংসা কুড়িয়েছেন বেশ। ‘ঊনপঞ্চাশ বাতাস’ নামের সেই কাজেও সংগীতশিল্পী উজ্জ্বলের উজ্জ্বলতার দেখা মিলেছে।

এবার সেসব ছাপিয়ে খানিকটা চমকেই দিলেন মাসুদ হাসান উজ্জ্বল। জানালেন, ছয় মাস আগেই গড়েছেন একটি ব্যান্ড। নাম দিয়েছেন ‘ওমকার’। এর পেছনে নিশ্চয়ই দীর্ঘ ব্যাখ্যা কিংবা গভীর উপলব্ধি রয়েছে, তবে সেসবে এখনই যাননি কর্তা। এটুকু জানালেন, নতুন ব্যান্ডের অভিষেক হচ্ছে ছাত্রদের আয়োজনে বন্যার্তদের তহবিল সংগ্রহের একটি কনসার্টে। সেখানেই ঘোষণা হবে ব্যান্ডের লাইনআপ।

মাসুদ হাসান উজ্জ্বল উজ্জ্বল ‘ওমকার’ প্রসঙ্গে বলেন, ‘প্রায় ৬ মাস হলো নতুন ব্যান্ড ফর্ম করেছি। নিয়মিত প্র্যাকটিসও করছি, অ্যালবামেরও প্রস্তুতি চলছে। পরিকল্পনা ছিলো ডিসেম্বর নাগাদ একটা শোয়ের মাধ্যমে ব্যান্ডটির ঘোষণা করবো। কিন্তু ধামরাইয়ের ছাত্ররা বন্যা দুর্গতদের সাহায্যার্থে আয়োজিত কনসার্টে আমন্ত্রণ জানানোতে না করতে পারলাম না। ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ধামরাই হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আমাদের অভিষেক হয়ে যাচ্ছে।’

‘ওমকার’ লাইনআপ

মাসুদ হাসান উজ্জ্বল: লিরিক, টিউন, গিটার ও ভোকাল

জয় প্রকাশ চৌধুরী: ড্রামস 

ফয়সাল আদনান: বেস গিটার

সামিত মানজুর: পিয়ানো, কিবোর্ডস ও গিটার

সামি: লিড গিটার

সাদমান মাতিস: লিড গিটার (গেস্ট মিউজিশিয়ান)

এদিন (৬ সেপ্টেম্বর) ‘ওমকার’ ছাড়াও একই মঞ্চে পারফর্ম করবে ভাইকিংস, চান্দের গাড়ি ও জিরো ব্যান্ড।

বলা দরকার, মাসুদ হাসান উজ্জ্বল নাটক নির্মাণ বাদ দিয়েছেন বেশ ক’বছর আগে। মাঝে বানিয়েছেন প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’। সেটি মুক্তির পর সম্প্রতি শেষ করেছেন দ্বিতীয় সিনেমার কাজ। যেটি নির্মাণ হয়েছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ চরিত্রটিকে উপজীব্য করে। যদিও এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ নির্মাতা।

উজ্জ্বলের সাম্প্রতিক একটি গান:

বলা ভালো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে ক’জন নির্মাতা ও শিল্পী প্রকাশ্যে সমর্থন যুগিয়েছেন সোশ্যালে ও রাজপথে, তাদের মধ্যে অন্যতম মাসুদ হাসান উজ্জ্বল।  

/এমএম/
সম্পর্কিত
নির্মাতা উজ্জ্বল গাইলেন ‘সময় খারাপ’
নির্মাতা উজ্জ্বল গাইলেন ‘সময় খারাপ’
আমি জানি এই সেতু আমাদের জন্য কী: মাসুদ হাসান উজ্জ্বল
গৌরবের পদ্মা সেতুআমি জানি এই সেতু আমাদের জন্য কী: মাসুদ হাসান উজ্জ্বল
‘কাজটি করার জন্য অনুদানটা খুব দরকার ছিল’ 
‘কাজটি করার জন্য অনুদানটা খুব দরকার ছিল’ 
১৯ নভেম্বর বাংলাদেশি সিনেমার ‘টাইমস স্কয়ার’ অভিষেক
১৯ নভেম্বর বাংলাদেশি সিনেমার ‘টাইমস স্কয়ার’ অভিষেক
বিনোদন বিভাগের সর্বশেষ
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য