X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

দুই মাসের জন্য ডুব

সুধাময় সরকার
১১ নভেম্বর ২০২৪, ১৪:০১আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১২:৪৭

শুধু ফেসবুক স্ট্যাটাস দিয়েই নিরাপদে নয়, রীতিমতো সম্মুখ সমরে ছিলেন আন্দোলনের দিনগুলোতে। রবীন্দ্র সরোবর থেকে শহীদ মিনারে গানের এই কবি ছিলেন সরকার পতনে স্লোগানমুখর।

৫ আগস্ট সফলতা এসেছে বটে, কিন্তু যুদ্ধটা জারি রেখেছেন এখনও। নিয়মিত নানান সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে বিপ্লবী কণ্ঠটা ঠিকই বাঁচিয়ে রেখেছেন বাংলা গানের প্রিন্স। মাঝে সরকারি একটি কমিটিতে ডাক পেয়েছেন, কিন্তু বিনয়ের সঙ্গে সেটিও ফিরিয়েছেন। কারণ, বিপ্লবটা বাঁচিয়ে রাখতে চান ‘বাংলাদেশ’ গানের এই জনক। প্রিন্স মাহমুদ

যদিও সবাইকে চমকে দিয়ে, বিপ্লবী দিনগুলো থেকে স্বেচ্ছায় অবসরে যাচ্ছেন প্রিন্স মাহমুদ! এবং সেটি সোমবার (১১ নভেম্বর) তথা আজ থেকেই কার্যকর করছেন। না। একেবারেই নয়। আপাতত।

প্রিন্স মাহমুদ জানান, চলতি বছরের শেষ দিন পর্যন্ত তিনি গানের সঙ্গেই থাকছেন। এর মধ্যে তৈরি করবেন বেশ কিছু গান। এর জন্য ছাড়বেন মায়ার শহর ঢাকা-ও।

প্রিন্স মাহমুদ

মিস্টার মাহমুদের ভাষায়, ‘ইচ্ছেমতো ফেসবুক পোস্ট করেছি। বিশেষ করে গত ২ দিন। আগামী ২ মাসের ফেসবুকে লেখার কোটা শেষ। শহরের বাইরে দুর্দান্ত একটা স্টুডিওতে কাজ করতে ঢুকছি। একটানা থার্টিফার্স্ট (৩১ ডিসেম্বর) পর্যন্ত কাজ করবো, ইনশাআল্লাহ।’

অনুমেয়, ফের কথা-সুরের বুননে নিমগ্ন হবেন প্রিন্স মাহমুদ। তার ভাষায়, ‘এমন কিছু শিল্পীর গান নিয়ে আসবো, যেটা অনেকেই চেয়েছেন, কিন্তু এতদিন করা হয়ে ওঠেনি। আশা করছি ভালো লাগবেই।’ প্রিন্স মাহমুদ

স্টুডিওতে ডুব দেওয়ার আগে ভেসে ওঠা পর্যন্ত প্রিন্সের একটাই প্রত্যাশা, নতুন পুরনো তার সব বন্ধুরা যেন নিরাপদে থাকে। 

ভক্ত কিংবা বন্ধুরা প্রিন্স মাহমুদের এমন খবরে খুশি হবারই কথা, কারণ লম্বা সময় গান থেকে অনেকটা দূরেই আছেন তিনি। সিনেমায় তার শেষ অনবদ্য সৃষ্টি ‘বরবাদ’। খোদ সেই গানটিই যেন এবার অপেক্ষায় আছে, নতুন কোনও গানের মাথায় প্রিন্সের মুকুট পরিয়ে দেওয়ার জন্যে! আন্দোলনের দিনগুলোতে প্রিন্স মাহমুদ

/এএমএম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
কেমন সাড়া ফেলেছে সিয়াম-বুবলীর গান!
কেমন সাড়া ফেলেছে সিয়াম-বুবলীর গান!
বিনোদন বিভাগের সর্বশেষ
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
ফোক নয়, রোমান্টিক গানে নতুন রূপে...
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!