X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

তীর গতিতে ছুটছেন নিরব-তানহা

বিনোদন রিপোর্ট
১৮ মার্চ ২০১৬, ১৮:৪৩আপডেট : ১৮ মার্চ ২০১৬, ১৮:৫৬

ছবির রোমান্টিক দৃশ্যে নিরব ও তানহা। প্রশ্ন করা হলো, এখন আপনার গতিবেগ এখন কত?
নিরব বিস্তারিত উত্তরও দেওয়ার সময় পেলেন না। কারণ পরিচালক রফিক শিকদারকে নিয়ে তিনি ও নায়িক তাহনা ছুটছেন তীর গাতিতে। তাও আবার ঢাকা ও ঢাকার বাইরে একযোগে। আজ (১৮ মার্চ) মুক্তি পেয়েছে এ জুটির ছবি ‘ভোলা তো যায় না তারে’।

আর এ কারণে তারা সকাল থেকে চষে বেড়াচ্ছেন ঢাকার হলগুলো। এমনকি ঢাকার বাইরে টঙ্গীতেও ছুটে গিয়েছিলেন দর্শকদের সঙ্গে মুহূর্ত ভাগাভাগি করতে।

হিন্দু ও মুসলিম পরিবারের গল্প নিয়ে সাজানো এ ছবিটি পরিচালনা করেছেন রফিক শিকদার। পরিচালকের ভাষ্যে, ‘এটা আমার প্রথম ছবি। কেমন নির্মাণ করেছি জানি না, তবে চেষ্টা করেছি দেশীয় চলচ্চিত্রের গল্পে মৌলিকত্ব আনতে। প্রথম দিনে দর্কদের যে সাড়া পেয়েছি, তা সত্যিই ভোলা যাবে না।’

নিরব-তানহা জুটির অভিষেক নিরব বললেন, ‘এই ছবির চরিত্রে আমার উত্থান-পতনের গল্প রয়েছে। চরিত্রের প্রয়োজনেই অভিনয়েও বেশ পরিশ্রম করতে হয়েছে। বহুদিন পর এ দেশের দর্শকেরা ভালো গল্পের একটি ছবি দেখতে পারবে।’

নিরব তানহা ছাড়াও এতে অভিনয় করেছেন হিল্লোল, সুব্রত, মাসুম আজিজ, একা, লীনা আহমেদ।

চলচ্চিত্রটি সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি গেয়েছেন আরফিন রুমি, ইমরান, বেলাল খান। এছাড়াও গেয়েছেন সিঁথি সাহা, লিজা, লোপা।

ছবিটি সারাদেশের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আর এ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটলো তানহা তাসনিয়ার।

/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা