রিয়েলিটি শো এখন আর খুব একটা আয়োজন হতে দেখা যায় না। যদিও দেশের অভিনয় ও সংগীতের বেশিরভাগ তারকাই কোনও না কোনও রিয়েলিটি শো থেকে উঠে এসেছেন। আশার কথা, দীপ্ত টিভির উদ্যোগে শুরু হলো অভিনয়প্রতিভা খোঁজার উদ্যোগ। নাম ‘দীপ্ত স্টার হান্ট’। যা দীপ্ত টিভিতে সম্প্রচার হতে যাচ্ছে ১৫ ফেব্রুয়ারি থেকে, প্রতি শুক্র ও শনিবার রাত ১০টায়।
দীপ্ত প্লে ও দীপ্ত ডিজিটালের অন্যান্য মাধ্যমেও দর্শকরা উপভোগ করতে পারবেন এই গ্রাউন্ডব্রেকিং রিয়েলিটি শো।
‘দীপ্ত স্টার হান্ট’র নির্বাহী প্রযোজক সাইফুর রহমান সুজন জানান, দেশের প্রতিটি প্রান্ত থেকে ৩ হাজারের বেশি নিবন্ধিত প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করা হয়েছে সেরা ৮০ জনকে। সেখান থেকেই নানান ধাপ পেরিয়ে স্টার কার্ড পাবে মাত্র ৪০ জন। কঠোর অডিশনের কয়েকটি ধাপে উচ্চারণ, অভিনয় দক্ষতা ও দৃঢ় স্ক্রিনপ্রেজেন্সের ভিত্তিতে নির্বাচন করা হয়েছে তাদের। কিন্তু কারা তারা, তা দেখা যাবে প্রথম পর্ব থেকে।
তারকা জুরি প্যানেল
তারিক আনাম খান, শিহাব শাহীন এবং রাফিয়াত রশিদ মিথিলা, দেশের অভিনয় জগতের শীর্ষস্থানীয় এই তিন ব্যক্তিত্ব থাকছেন চূড়ান্ত বিচারকের ভূমিকায়। এছাড়াও সমু চৌধুরী, আজিজুল হাকিম, নাজনীন হাসান চুমকি, গৌতম কৈরী, রোজি সিদ্দিকী, শাহেদ আলি সুজন এবং অনিমেষ আইচ অডিশন জুরি হিসেবে নির্বাচন করেছেন প্রতিভাবানদের।
সেরাদের সুযোগ
‘দীপ্ত স্টার হান্ট’ শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি বাংলাদেশের নতুন প্রজন্মের সুপারস্টার তৈরির প্ল্যাটফর্ম। এমনটাই মনে করছেন আয়োজকরা। এই রিয়েলিটি শোয়ের বিজয়ীরা পাবেন বড় পর্দার সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও টিভি সিরিজে অভিনয়ের সুবর্ণ সুযোগ। এছাড়াও, কাজী মিডিয়া লিমিটেড বিজয়ীদের সঙ্গে করবে দুই বছরের এক্সক্লুসিভ চুক্তি, যেখানে তারা নিয়মিতভাবে অভিনয়ের বিভিন্ন মাধ্যমে কাজের সুযোগ পাবেন।
‘দীপ্ত স্টার হান্ট’র নির্বাহী প্রযোজক সাইফুর রহমান সুজন বলেন, ‘এই প্ল্যাটফর্ম থেকেই উঠে আসবে বাংলাদেশের আগামী দিনের শীর্ষ অভিনয়শিল্পীরা।’