ভালোবাসা দিবস উপলক্ষে অনলাইনে মুক্তি পেতে যাচ্ছে প্রেম ও বিরহের গল্পে নির্মিত নাটক ‘বিষাক্ত বকুলের গল্প’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কাহিনিকার সুদীপ্ত সাইদ খানের রচনা ও পরিচালনায় নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ইমতু রাতিশ ও জারা জয়া।
নির্মাতা সুদীপ্ত সাইদ খান বলেন, ‘ভিউ বাণিজ্যের এই সময়ে বেশির ভাগ নাটকই নির্মিত হয় লোক হাসানোর জন্য। সেখানে স্যাড রোমান্টিক গল্প নিয়ে কাজ করা বেশ ঝুঁকিপূর্ণ। আমরা সেই ঝুঁকিটাই নিয়েছি।’
ইমতু রাতিশ বলেন, ‘খুব ভালো গল্প, কো আর্টিস্ট, মেকিং সব কিছুই দারুণ ছিল। ফলে কাজের অভিজ্ঞতা দারুণ।’
জারা জয়া বলেন, ‘ব্যতিক্রমী একটা গল্প। আমাকে কেন্দ্র করেই এগিয়েছে কাহিনি। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। ইউনিটের সবাই খুব সহায়তা করেছে। আশা করছি কাজটা দর্শক পছন্দ করবে।’ নাটকটিতে আরও অভিনয় করেছেন রকি খান, জয় রায়, তাসনিম ডিম্পল, এইচ এস রোকনসহ অনেকে।
নির্মাতা জানান, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ‘মেলা’ ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে নাটকটি।