X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

শিল্পকলার উৎসব শুরু সৌদি আরবের সিনেমা দিয়ে

বিনোদন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২০

ভাষার মাসে, মহান একুশে ফেব্রুয়ারির ঠিক আগের দিন (২০ ফেব্রুয়ারি), বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এবং রেইনবো ফিল্ম সোসাইটির সহযোগিতায় দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ‘সিনে ক্যারাভান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’।

বাংলাদেশ ছাড়া বিশ্বের ৯টি দেশের মোট ১২টি চলচ্চিত্র নিয়ে ৩ দিনব্যাপী এই উৎসব আয়োজন করা হয়েছে। যার শুরুটা হয়েছে সৌদি আরবের সিনেমা ‘২ সিগনোর’ প্রদর্শনের মাধ্যমে। চলচ্চিত্রটির নির্মাণ করেছেন আইম্যান খোজা। এরপর ইরাকের  সিনেমা ‘নোবডি নোজ’ এবং কিরগিজস্তানের সিনেমা ‘ডিল এট দ্য বর্ডার’ প্রদর্শিত হয়।

২০ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত নারায়ণগঞ্জ, জামালপুর, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, খুলনা, যশোর, দিনাজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা ও সিলেট জেলায় প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৭টা ৩০ মিনিট পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।

শিল্পকলা একাডেমি জানায়, অমর ২১ ফেব্রুয়ারি প্রদর্শিত হবে সর্বাধিক ৬টি সিনেমা। এদিন বিকাল ৩টায় প্রদর্শিত হবে মিশরের সিনেমা ‘ডিপারচার’। এরপর তুরস্কের ‘হোয়েন দ্য ওয়ালনাট লিভস টার্ন ইয়োলো’ ও সিরিয়ার ‘ওয়েনিং’। তারপর প্রদর্শিত হবে আফগানিস্তানের ‘দ্য মোস্ট বিউটিফুল কাবুলি ড্রেস’ এবং তুরস্কের সিনেমা ‘বিয়ন্ড দ্য ওয়েজ’।

২২ ফেব্রুয়ারি বিকেল ৩টায় তিউনিশিয়ার ‘আ মেডিটেরানিয়ান ডে’ সিনেমা প্রদর্শিত হবে। সিনেমাটি নির্মাণ করেছেন ওয়াজদি ঝিমি। এরপর প্রদর্শিত হবে ইরানের চলচ্চিত্র ‘ব্যারিন’ ও ‘মে বি সামহয়ার এলস’। সবশেষে ইরাকের চলচ্চিত্র ‘দ্য লাস্ট পোস্টম্যান’ প্রদর্শিত হবে। উৎসবের সূচি ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বরিশাল ও রাজশাহী জেলায় এই চলচ্চিত্র উৎসব আয়োজন করা হবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৭টা ৩০ মিনিট পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই উৎসবে চলচ্চিত্রগুলো দেখানো হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি মনে করছে, ‘নারী পুরুষ তথা সকল শ্রেণীর মানুষের জীবন চলচ্চিত্রে দেখার মধ্য দিয়ে যে জগত উন্মোচিত হবে তা আমাদের চিন্তা-ভাবনার জগতে নতুন মাত্রা সংযোজন করবে। আন্তর্জাতিক চলচ্চিত্রের এই ধারার সাথে পরিচিতি বাংলাদেশের অনুরূপ ধারাকে বলিষ্ঠ এবং ইতিবাচক সংস্কৃতি আবহ গড়ে তুলতে সম্ভাবনা তৈরি করবে।’

‘সিনে ক্যারাভান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-এ প্রদর্শিত চলচ্চিত্রসমূহ সকল দর্শকদের জন্য উন্মুক্ত থাকছে।

/এমএম/
সম্পর্কিত
শিল্পীদের পক্ষ থেকে সরকারের প্রতি ১০ প্রস্তাবনা
শিল্পীদের পক্ষ থেকে সরকারের প্রতি ১০ প্রস্তাবনা
পদত্যাগপত্র এখনও ঝুলে আছে, সিদ্ধান্ত সরকারের
পদত্যাগপত্র এখনও ঝুলে আছে, সিদ্ধান্ত সরকারের
কুমিল্লার ৮ মাসের বিদ্যুৎ বিল জমা দেয়নি বাংলাদেশ শিল্পকলা একাডেমি
কুমিল্লার ৮ মাসের বিদ্যুৎ বিল জমা দেয়নি বাংলাদেশ শিল্পকলা একাডেমি
নাট্যোৎসবের মঞ্চে উঠেই পদত্যাগ করলেন সৈয়দ জামিল আহমেদ
নাট্যোৎসবের মঞ্চে উঠেই পদত্যাগ করলেন সৈয়দ জামিল আহমেদ
বিনোদন বিভাগের সর্বশেষ
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ