X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

দৃষ্টিহীন মানুষের সিনেমা দেখার সুযোগ!

বিনোদন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪০

শিরোনামটি একইসঙ্গে অবিশ্বাস্য ও ভূয়সী প্রশংসার। কারণ, দৃষ্টিহীন মানুষগুলোকে নিয়ে এভাবে খুব একটা ভাবা হয় না। বিশেষ করে মূল ধারার কোনও সিনেমা বা সিরিজ দেখানোর উদ্যোগ তো দেখাই যায় না। সেই পরিস্থিতিতে নতুন খবর এলো প্রশংসিত সিনেমা ‘কাছের মানুষ দূরে থুইয়া’র পক্ষ থেকে।

সবার ভাষা এক নয়। কারও কাছে দৃশ্যটাই ভাষা। কারও কাছে দৃশ্যভাষা বলে কিছু নেই, শব্দটাই তার সব। দৃষ্টি প্রতিবন্ধীদের কাছে দৃশ্য থেকে ভাষা উৎসারিত হয় না বরং তারা শব্দকে অনুসরণ করে দৃশ্য তৈরি করেন অন্তর জগতে। ভাষার মাসে দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষা নিয়ে সচেতনতা বাড়াতে এবং সবার ভাষার প্রতি সম্মান জানাতে বিশেষ ক্যাম্পেইনিং শুরু করেছে মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি। 

ভাষার মাস উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধীদের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ উপভোগের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠান দুটি। অডিও ডেসক্রিপশন বা ধারাবর্ণনার মাধ্যমে সিনেমাটি উপভোগ করতে পারবেন তারা।

গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমাটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে দৃষ্টিহীনদের জন্য। ভার্সনটি ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি ফ্রি-তে উপভোগ করা যাবে মাইজিপি অ্যাপে। প্রতিষ্ঠানটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছে, ‘‘চরকি ও গ্রামীণফোন এই প্রথম দেখার ভাষায় নিয়ে এলো ‘কাছের মানুষ দূরে থুইয়া’ চলচ্চিত্রটি। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা এখন সিনেমাটি পুরোপুরি এক্সপেরিয়েন্স করতে পারবেন অডিও ডেসক্রিপশনসহ।’’

প্রীতম হাসান–তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। নির্মাতা বলেন, ‘‘দর্শকরা দেখবে বলেই আমরা কাজ করি। কিন্তু ভেবে দেখি না, সবার দেখাটা এক না। এ জন্য চরকি ও গ্রামীণফোন নিয়েছে দারুণ পদক্ষেপ। আমার পরিচালিত সুপারহিট চরকি অরিজিনাল ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’ দেখা ও শোনা যাবে দেখার ভাষায় অর্থাৎ অডিও ডেস্ক্রিপশনসহ! এটা অসাধারণ একটি উদ্যোগ বলে মনে করছি।”

সংলাপগুলো ঠিক রেখে পুরো সিনেমাটি বর্ণনা করা হয়েছে। চরিত্রের অবস্থান, পরিবেশ, মুহূর্ত, স্থানের ধারাবর্ণনার মাধ্যমে তৈরি করা হয়েছে নতুন ভার্সনের সিনেমাটি। এতে ধারাবর্ণনা দিয়েছেন অভিনেতা ইন্তেখাব দিনার এবং ধারাবর্ণনাটি লিখেছেন সিদ্দিক আহমেদ। 

‘কাছের মানুষ দূরে থুইয়া’ একটি স্পর্শের গল্প। জীবনের প্রয়োজনে দূরে যাওয়ার, আবার অনুভূতির আলোড়নে ফিরে আসার গল্প। লং ডিসট্যান্স রিলেশনশিপে পরস্পর থেকে হাজারো মাইল দূরে অবস্থানরত প্রেমিক–প্রেমিকার গল্প। দূরত্ব কীভাবে সম্পর্কে ক্লেদ, সন্দেহ, অবিশ্বাস, রাগ, ক্ষোভ, বিচ্ছেদ ঘটায় তার গল্প। ‘কাছের মানুষ দূরে থুইয়া’ একটি আলিঙ্গনের গল্প। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে চরকিতে মুক্তি পায় সিনেমাটি।

/এমএম/
সম্পর্কিত
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
ওটিটিতে ফারিণের প্রথম সিনেমা
ওটিটিতে ফারিণের প্রথম সিনেমা
ওটিটিতে ‘ফাতিমা’
ওটিটিতে ‘ফাতিমা’
জুটি বাঁধছেন রাজ-ফারিণ, থাকছেন মোশাররফও
জুটি বাঁধছেন রাজ-ফারিণ, থাকছেন মোশাররফও
বিনোদন বিভাগের সর্বশেষ
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!