X
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ইউসুফ চরিত্রে ভয়ংকর রাজ, রক্ত হিমকরা টিজার

বিনোদন রিপোর্ট
২৭ মে ২০২৫, ১৩:২৪আপডেট : ২৭ মে ২০২৫, ১৩:৩৬

‘এই যে ঢাকা শহরে হঠাৎ করেই এত অপরাধ বেড়ে গেছে, সবাই ভাবছে, এক সময়ের ত্রাস ডন ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে! আজব ক্যারেক্টার! খুন করার পরে নাকি সে দুধ দিয়ে গোসল করে!’-ঠিক এভাবেই শুরু হয়েছে নির্মাতা সঞ্জয় সমাদ্দের এবারের ঈদের সিনেমা ‘ইনসাফ’-এর ৮২ সেকেন্ডের টিজার।

এই ইউসুফ চরিত্রে হাজির হয়েছেন শরিফুল রাজ।

তিনি কাজ করেন বেছে বেছে। এক একটা সিনেমায় হাজির হন বেশ লম্বা সময় পর। বলা যায়, এই চরিত্রের মতোই তিনিও ফিরলেন আবার! ‘ইনসাফ’ সিনেমায় শরিফুল রাজ টিজারে মাস্তান ইউসুফ অর্থাৎ রাজের কণ্ঠে শোনা যায়, ‘বাংলাদেশে জন্মগ্রহণ করসে, ভালো কাজ করসে, কিন্তু অসম্মানিত হয় নাই, এমন একটা মানুষ দেখান তো!’

টিজার দেখেই বোঝা যায়, রাজ এখানে নিজের সর্বোচ্চটা দিয়ে অভিনয় করেছেন। দেখতে তাকে লাগছে দুর্ধর্ষ।

সিনেমায় রাজের বিপরীতে আছেন তাসনিয়া ফারিণ। ‘ইনসাফ’-এর ঝলকে ফারিণকে দেখা গেছে আইন প্রয়োগকারী সদস্যের ভূমিকায়। তাসনিয়া ফারিণ ও শরিফুল রাজ

টিজারের একদম শেষে অনেকটা চমকে দিয়ে হাজির হন অভিনেতা মোশাররফ করিম। ‘আমি অমানুষ মারি, মানুষ মারি না।’-এমন রক্ত হিম করা সংলাপ শোনা যায় তার মুখে।

সবমিলিয়ে ‘ইনসাফ’ প্রাথমিকভাবে দর্শকের প্রাণ জিতেছে বলা যায়। কারণ, নির্মাতা ও সিনেমার অভিনেতারা টিজার শেয়ার করার পর সেখানে ইতিবাচক মন্তব্যই বেশি চোখে পড়ছে। সবাই টিজারের বেশ প্রশংসা করেছেন।

টিজার দেখে একজন মন্তব্য করেছেন, ‘দুর্দান্ত এক কথায় দুর্দান্ত এই প্রথম  শরিফুল রাজ কে এইভাবে দেখতে পাবো বড় পর্দায়।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এটা সত্যিই অকল্পনীয়! ৮২ সেকেন্ডে যা দেখাইলেন তার ভেতরেই গুজবাম ক্রিয়েট করে দিয়েছে।’ অন্য আরেকজন মন্তব্য করেছেন ‘রেকর্ড গড়বে এই প্রত্যাশা’ একজন মন্তব্য করেছেন, ‘দুর্দান্ত! এবার বড় পর্দায় দেখার অপেক্ষা।’ ‘ইনসাফ’ সিনেমায় মোশাররফ করিম বলা প্রয়োজন, ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ, মিশা সওদাগর প্রমুখ। সিনেমাটির প্রযোজনায় রয়েছে তিতাস কথাচিত্র এবং টিওটি ফিল্মস।

এটাও বলা প্রয়োজন, টিভি নাটকে প্রশংসা কুড়িয়ে সঞ্জয় সমদ্দারের সিনেমায় অভিষেক হয় টলিউডে, নায়ক-প্রযোজক জিতের হাত ধরে। ‘মানুষ’ নামের সিনেমাটি ভালোই নাম কামিয়েছে। তবে দেশের জন্য ‘ইনসাফ’ই প্রথম সিনেমা এই নির্মাতার।

উল্লেখ্য, আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

/সিবি/
সম্পর্কিত
এবার ইউটিউবে এলো রাজের ‘ওমর’
এবার ইউটিউবে এলো রাজের ‘ওমর’
৫ জুন আসছে ‘বোহেমিয়ান ঘোড়া’
৫ জুন আসছে ‘বোহেমিয়ান ঘোড়া’
মির্জা: দেখতে যতটা সহজ অতটা সহজ নয়!
মির্জা: দেখতে যতটা সহজ অতটা সহজ নয়!
ফারিণের হাতে ফুল ও কুড়াল, কারণ কী!
ফারিণের হাতে ফুল ও কুড়াল, কারণ কী!
বিনোদন বিভাগের সর্বশেষ
ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!
ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!
রাশিয়ায় আবার পুরস্কৃত বাংলাদেশি ‘মাস্তুল’
রাশিয়ায় আবার পুরস্কৃত বাংলাদেশি ‘মাস্তুল’
অবশেষে পাওয়া গেল নতুন হ্যারি পটার
অবশেষে পাওয়া গেল নতুন হ্যারি পটার
সবাইকে এনসিপি-জামায়াত থেকে দূরে থাকতে বললেন সায়ান
সবাইকে এনসিপি-জামায়াত থেকে দূরে থাকতে বললেন সায়ান
নির্মাতা উজ্জ্বলের নাটকে ফেরা
নির্মাতা উজ্জ্বলের নাটকে ফেরা