X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

বিয়ের ভিডিও নির্মাণ থেকে চারটি অস্কার জয়ের রেকর্ড

জনি হক
জনি হক
০৬ মার্চ ২০২৫, ১২:৩২আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৫:৫৪

একসময় হাত ঝালাই করতে বিয়ের ভিডিও বানাতেন। তখন বছর কুড়ি হবে বয়স। বিয়ের ভিডিও ধারণের পর সেগুলোর সম্পাদনা নিজেই করতেন। সেই শন বেকার ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ বনে গেলেন! একটি চলচ্চিত্রের জন্য চারটি অস্কার জেতা প্রথম ব্যক্তি হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। 

১৯৫৪ সালের অস্কারে একই আসরে প্রয়াত ওয়াল্ট ডিজনি চারটি ভিন্ন ভিন্ন ছবির জন্য চারটি পুরস্কার জিতেছিলেন। তার পাশে নাম লেখালেন শন বেকার। তার পরিচালিত ‘আনোরা’ দাপট দেখিয়েছে এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে। সেরা চলচ্চিত্র প্রযোজক, সেরা পরিচালক, সেরা সম্পাদনা ও সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার বাগিয়ে নিয়েছেন তিনি। 

বিয়ের ভিডিও বানিয়ে হাত পাকানো প্রসঙ্গে শন বেকার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘আমি এমন কিছু করতে চেয়েছিলাম, যে কাজে থাকলে আমার মনে হবে বুঝি সিনেমাই তৈরি করছি। ভিডিও ধারণের পর ঘণ্টার পর ঘণ্টা সম্পাদনায় ব্যয় করে কাজটি শিখেছি। সেসব দিনগুলো আমাকে দক্ষ হতে অনেক সাহায্য করেছে। এখন মনে হচ্ছে, সেসব অভিজ্ঞতা কাজে লেগেছে।’

‘আনোরা’য় প্রধান দুই চরিত্রের বিয়ের দৃশ্য দর্শকদের বিহ্বল করেছে। ছবিটির সুবাদে সেরা পরিচালকসহ চার-চারটি অস্কার জিতে স্বাভাবিকভাবেই যারপরনাই খুশি শন বেকার। অস্কার অনুষ্ঠান শেষে ভ্যানিটি ফেয়ার পার্টিতে তিনি সাংবাদিকদের জানিয়ে রেখেছেন, এই অর্জন তাকে সবসময় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা জোগাবে।

আইফোন দিয়ে শুরু

একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসেবে অনেকটা পথ পাড়ি দিয়েছেন শন বেকার। তার পরিচালিত প্রথম চার ছবি ‘ফোর লেটার ওয়ার্ডস’ (২০০০), ‘টেক আউট’ (২০০৪, যৌথ পরিচালনা), ‘প্রিন্স অব ব্রডওয়ে’ (২০০৮), ‘স্টারলেট’ (২০১২), বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি। তাকে প্রথম সাফল্যের স্বাদ পাইয়ে দেয় সানড্যান্স চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘ট্যাঞ্জেরিন’ (২০১৫)। লস অ্যাঞ্জেলেসের একজন ট্রান্সজেন্ডার যৌনকর্মীর ওপর নির্মিত কমেডি ছবিটির চিত্রায়ন হয়েছে ফাইভ এস মডেলের তিনটি আইফোনে। তার পরের ছবি ‘দ্য ফ্লোরিডা প্রজেক্ট’ (২০১৭) কান উৎসবের সমান্তরাল বিভাগ ডিরেক্টর’স ফোর্টনাইটে নির্বাচিত হয়। এর বিষয়বস্তু স্বপ্নপুরি ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডের কাছাকাছি জায়গায় দারিদ্র্যের কষাঘাতে মানবেতর জীবন কাটানো পরিবারগুলোর দুর্দশা। এর গল্প একজন সিঙ্গেল মা, তার ছয় বছর বয়সী মেয়ে ও পথের ধারে মোটেলের ব্যবস্থাপককে কেন্দ্র করে। ছবিটির জন্য উইলেম ড্যাফো অস্কারে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন।

‘আনোরা’র আগে শন বেকারের ‘রেড রকেট’ ২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় নির্বাচিত হয়। এর গল্প সদ্য অবসর নেওয়া একজন মধ্যবয়সী পর্নো তারকাকে ঘিরে। টেক্সাসে নিজের চেনা শহরে ফিরে ১৭ বছরের এক কিশোরীর প্রেমে পড়েন তিনি। 

এই বেকার কিন্তু বেকার নন!

সমালোচকদের কাছে প্রশংসিত হলেও বড় মঞ্চে শন বেকারের ভাগ্যে শিঁকে ছিড়ছিল না। বিশেষ করে তার ছবিগুলো অস্কারে এবারের আসরের আগ পর্যন্ত বরাবরই উপেক্ষা করাহয়েছে। তবে দৃশ্যপট পাল্টে দিয়েছেন ‘বার্বি’র পরিচালক গ্রেটা গারউইগ। ৭৭তম কান উৎসবে মূল প্রতিযোগিতার এই প্রধান বিচারক ‘আনোরা’কে স্বর্ণপাম দিয়ে শন বেকারকে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসেন। সেই সুবাদে ৫৪ বছর বয়সী এই নির্মাতা ৪০তম ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডস ও ৭৭তম ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডসে সেরা পরিচালক বিভাগের পুরস্কার জিতেছেন। অস্কারের গুরুত্বপূর্ণ আরেকসূচক প্রডিউচার্স গিল্ড পুরস্কার পেয়েছে ‘আনোরা’। ফলে অস্কার মঞ্চে শন বেকারের সুযোগই বেশি ছিল। সেটাই ঘটেছে। দু’হাত ভরে সোনালি ট্রফি পেয়েছেন তিনি।  অস্কার আসরে টিম ‘আনোরা’ স্বাধীন ছবির জয়

পর্নো তারকা, হিজড়া যৌনকর্মী ও অন্যান্য প্রান্তিক মানুষদের নিয়ে স্বল্প বাজেটেরচলচ্চিত্র নির্মাণের জন্য শন বেকারের পরিচিতি আছে। যেমন ‘আনোরা’র বাজেট মাত্র ৬০ লাখ ডলার। হলিউডের মানদণ্ড অনুযায়ী এই অঙ্ক যৎসামান্য। এটি মুক্তি দিয়েছে স্বাধীন পরিবেশক নিয়ন। বিশ্বব্যাপী ছবিটির টিকিট বিক্রি থেকে এসেছে ৪ কোটি ডলার। 

‘আনোরা’র আগে শন বেকারের সর্বশেষ দুই ছবি ‘দ্য ফ্লোরিডা প্রজেক্ট’ ও ‘রেড রকেট’ ছবি দুটি স্বাধীন পরিবেশক এ২৪ মুক্তি দিয়েছে। 

অস্কার মঞ্চে দাঁড়িয়ে শন বেকার বলেন, ‘যদি কেউ স্বাধীনভাবে ছবি বানাতে চায়, তাহলে সেটি চালিয়ে যাওয়ার অনুরোধ রইলো। এ ধরনের কাজ আরও হওয়া প্রয়োজন। এই স্বীকৃতিই তার প্রমাণ।’

সত্যিকারের স্বাধীন চলচ্চিত্রকে স্বীকৃতি দেওয়ায় অ্যাকাডেমির ভোটারদের ধন্যবাদ দিয়েছেন শন বেকার। প্রেক্ষাগৃহের বড় পর্দায় ছবি মুক্তি দেওয়ার পক্ষে তিনি বলেন, ‘আমরা কোথায় সিনেমার প্রেমে পড়েছিলাম? সিনেমা হলে। দর্শকদের সঙ্গে থিয়েটারে বসে সিনেমা দেখার অভিজ্ঞতা বরাবরই অন্যরকম। এখন এমন একটা সময় যখন পৃথিবীতে ব্যাপক বিভক্তি, ফলে প্রেক্ষাগৃহে একসঙ্গে বসে ছবি দেখা আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এটি একটি সমষ্টিগত অভিজ্ঞতা যা ঘরে বসে পাওয়া যায় না। এখনকার সময়ে থিয়েটারে যাওয়ার অভিজ্ঞতা হুমকির মুখে, স্বাধীন মালিকানাধীন প্রেক্ষাগৃহগুলো টিকে থাকার লড়াই করছে। তাদের সমর্থন পাওয়া আমাদের ওপর নির্ভর করে। চলচ্চিত্র নির্মাতাদের প্রতি আমার আহ্বান এটাই, বড় পর্দার জন্য ছবি বানাতে থাকুন। জানি আমি বানাতে থাকবো। পরিবেশকদের কাঝে অনুরোধ রইলো আমার ছবিগুলো সবার আগে প্রেক্ষাগৃহে মুক্তির দিকে মনোযোগ দেবেন।’

আনোরা: রোমান্টিক স্বপ্নের বিপর্যয়

অস্কার জয় করায় ‘আনোরা’ নিয়ে এখন চারদিকে আলোচনা। দর্শকদের মুখে মুখে ফিরছে ছবিটির নাম। ‘আনোরা’য় আনি চরিত্রে অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন। মেয়েটি পেশায় নিউইয়র্কের ব্রুকলিনের নাইটক্লাবের নৃত্যশিল্পী ও যৌনকর্মী। ইভানের সঙ্গে একদিন তার পরিচয় হয়। এরপর রূপকথার সিন্ডেরেলার মতো জীবনকে নতুনভাবে সাজানোর সুযোগ পায় আনি। তারা বিয়ে করে। কিন্তু হতাশার বিষয় হলো, ইভান এক রুশ ধনকুবেরের ছেলে। যৌনকর্মীর সঙ্গে বিয়ের কথা জেনে মেনে নেয় না ছেলেটির পরিবার। তারা দ্রুত বিয়ে বাতিল করতে উঠেপড়ে লাগে। 

‘আনোরা’কে মোটামুটি বলা যায় রোমান্টিক স্বপ্নের গল্প যা বিপর্যয়ে পরিণত হয়। কোয়েন্টিন টারান্টিনো ছাড়া ‘আনোরা’ হতো না! ৯৭তম অস্কারে সেরা চলচ্চিত্রসহ ছয়টি মনোনয়ন পেয়েছে ‘আনোরা’। এরমধ্যে পাঁচটিতেই জিতেছে। চারটি উঠেছে শন বেকারের হাতে। তার বাইরে সেরা অভিনেত্রী বিভাগের পুরস্কার জিতেছেন মাইকি ম্যাডিসন। এটাই প্রধান চরিত্রে তার প্রথম ছবি। ‘আনোরা’য় নাচে-অভিনয়ে পর্দায় আলো ছড়িয়েছেন তিনি। কোয়েন্টিন টারান্টিনো পরিচালিত ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ ছবিতে স্বল্প উপস্থিতির একটি চরিত্রে তার অভিনয় দেখেই আনিকে পেয়েছেন শন বেকার!

অস্কার অনুষ্ঠানে সেরা পরিচালক বিভাগের পুরস্কার তুলে দেন খ্যাতিমান নির্মাতা কোয়েন্টিন টারান্টিনো। তার কাছ থেকে সোনালি ট্রফি গ্রহণ করেতাকে শন বেকার বলেন, “আপনি মাইকি ম্যাডিসনকে কাজ না করালে ‘আনোরা’ হতো না।”

সেরা অভিনেত্রী বিভাগের ফেভারিট ডেমি মুরকে হটিয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেওয়া মাইকি ম্যাডিসনের ভূয়সী প্রশংসা করেছেন শন বেকার। বিবিসিকে তিনি বলেন, ‘মাইকির জয় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তার হাতে অস্কার উঠবে, এমনটাই আশা করেছিলাম। চলচ্চিত্র শিল্প ও অ্যাকাডেমি তার অসাধারণ প্রতিভাকে স্বীকৃতি দেওয়ায় আমি খুব খুশি।’

মাইকি ম্যাডিসন ‘আনোরা’র সুবাদে তারকাখ্যাতি অর্জন করেছেন। তবে তার আগে খুব একটা পরিচিত ছিলেন না তিনি। ১৬ বছর বয়সে এফএক্স-এর সিরিজ ‘বেটার থিংস’ সিরিজে অভিনয় করেন তিনি। ‘স্ক্রিম ফাইভ’ ছবিতেও দেখা গেছে তাকে। অস্কারের আগে ‘আনোরা’র জন্য বাফটা ও ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডস জিতেছেন তিনি। 

প্রথমবার মনোনীত হয়ে প্রথমবারেই অস্কার জিতেছেন মাইকি ম্যাডিসন। ২৫ বছর বয়সী এই অভিনেত্রীর জন্য এটি অভাবনীয় এক অর্জন। অনুষ্ঠানে তার আবেগঘন বক্তব্য শ্রোতাদের হৃদয় ছুঁয়েছে। তিনি বলেন, ‘এটা খুবই পরাবাস্তব লাগছে। আমি লস অ্যাঞ্জেলেসের কাছে সান ফার্নান্দো ভ্যালিতে বেড়ে উঠেছি। কিন্তু হলিউডকে সবসময় আমার অনেক দূরের মনে হতো। ফলে আজ এই মিলনায়তনে আসতে পারা সত্যিই অবিশ্বাস্য ঘটনা। সেরা অভিনেত্রীর অস্কার জয় স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমি যৌনকর্মীদের সম্মান ও স্বীকৃতি দিতে চাই। আমি তাদের বন্ধু হয়েই থাকবো। তাদের অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে, তারাই এই দারুণ অভিজ্ঞতার অন্যতম আকর্ষণ।’

মাইকি ম্যাডিসন সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আনি চরিত্রটি নিয়ে যৌনকর্মের জগত ও সেটা কেমন জানতে অনেক গবেষণা করেছেন তিনি। পরামর্শদাতাদের শরণাপন্ন হয়েছেন, স্ট্রিপ ক্লাবে গিয়ে স্মৃতিকথা পড়েছেন। সেসব অধ্যবসায় বিফলে যায়নি। অস্কারের সোনালি পাতায় যুক্ত হয়ে গেছে তার নাম। ‘আনোরা’ বানিয়ে মাইকি ম্যাডিসনের জীবন সাফল্যে মুড়িয়ে দিলেন শন বেকার!

/এমএম/
সম্পর্কিত
অস্কারজয়ী ফিলিস্তিনি সহপরিচালক গ্রেফতার, ইসরায়েলিদের মারধরের শিকার
অস্কারজয়ী ফিলিস্তিনি সহপরিচালক গ্রেফতার, ইসরায়েলিদের মারধরের শিকার
অস্কারজয়ী অভিনেতার ‘দ্য ব্রুটালিস্ট’ দেখবেন যেভাবে  
অস্কারজয়ী অভিনেতার ‘দ্য ব্রুটালিস্ট’ দেখবেন যেভাবে  
অস্কারের একটি রেকর্ড অক্ষুণ্ন রেখে আরেকটি গড়লেন এই অভিনেতা
অস্কারের একটি রেকর্ড অক্ষুণ্ন রেখে আরেকটি গড়লেন এই অভিনেতা
অস্কার মঞ্চে কান্নায় ভেঙে পড়েন জোয়ি সালদানা
অস্কার মঞ্চে কান্নায় ভেঙে পড়েন জোয়ি সালদানা
বিনোদন বিভাগের সর্বশেষ
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ