X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

শিল্পকলায় প্রশিক্ষক মিলা!

বিনোদন রিপোর্ট
২৯ মার্চ ২০২৫, ১৩:৫৫আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১৪:০৬

পপ সংগীতে যে ক’জন নারী মঞ্চ মাতিয়ে শ্রোতাদের মন জয় করেছেন, তাদের মধ্যে অন্যতম মিলা ইসলাম। তার গান এখনও শ্রোতাদের মুখে ফিরে। স্টেজ শো ও নতুন গানে বহুবার নিজেকে প্রমাণ করেছেন দেশের এই জনপ্রিয় পপতারকা। 

মাঝে শো’তে ও গানে খুব একটা পাওয়া না গেলেও এখন ফের নিয়মিত হয়েছেন। সঙ্গে যোগ করেছেন নতুন পরিচিতি আর অভিজ্ঞতা। কাজ করেছেন প্রথমবার, প্রশিক্ষক হিসেবে। চলছে মিলার প্রশিক্ষণ ২৩ থেকে ২৫ মার্চ শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী আয়োজিত ‘সংগীত পরিবেশক কৌশল’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ক্লাস নিয়েছেন তিনি।

এ কর্মশালা প্রসঙ্গে মিলা বলেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে এটি নতুন একটি অভিজ্ঞতা। এই কর্মশালায় সংগীতের অনেকেই অংশ নিয়েছেন। শ্রোতাদের সঙ্গে শিল্পীদের সংযোগ করার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। এখানে একজন দর্শকদের কাছে পৌঁছানোর কৌশল শেখানো হয়। আমার অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করেছি। সমাপনী দিন প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দিয়েছি। সামনে এমন আয়োজনে আরও থাকতে চাই।’ প্রশিক্ষক হিসেবে ক্রেস্ট গ্রহণ করছেন মিলা এদিকে, ৭ বছর পর সম্প্রতি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন মিলা। সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’ সিনেমার আইটেম গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। ‘প্রেম পুকুরে বড়শি ফেলে আনবরে ধরে’ কথার গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন।

চলচ্চিত্রের গানে বিরতি ভাঙতে পেরে উচ্ছ্বসিত মিলা। তিনি বলেন, ‘শওকত আলী ইমনের সৃষ্টির আলাদা একটা বৈশিষ্ট্য আছে। যখনই তার সুরে গান গাওয়ার সুযোগ হয়েছে তা আমি লুফে নিয়েছি। তাই এবারও যখন প্লেব্যাকের জন্য প্রস্তাব এলো, তখন দ্বিতীয়বার ভাবিনি। আনন্দ নিয়ে প্লেব্যাক করেছি।’ প্রশিক্ষক ও শিক্ষার্থীরা গেল বছরের কোরবানির ঈদে জি-সিরিজ থেকে প্রকাশ পেয়েছিল মিলার ‘টোনা টুনি’ শিরোনামে গান। এরপর আরও কিছু গান করেছেন। এখন থেকে তাকে গানে নিয়মিত পাওয়া যাবে বলে জানিয়েছেন।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!