X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

প্রয়াত হলেন অভিনেতা মনোজ কুমার

রক্তিম দাশ, কলকাতা
০৪ এপ্রিল ২০২৫, ১৩:৫৪আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১৩:৫৪

প্রয়াত হলেন বলিউডের অন্যতম অভিনেতা ও পরিচালক মনোজ কুমার। শুক্রবার (৪ এপ্রিল) ভোর ৪টা ৩ মিনিটে মুম্বাইয়ের কোকিলাবন ধীরুভাই অম্বানি হাসপাতালে ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন, যার মধ্যে লিভার সিরোসিস ও হৃদরোগজনিত অসুস্থতাও ছিল।

মনোজ কুমার ভারতীয় সিনেমার অন্যতম দেশপ্রেমিক অভিনেতা ও পরিচালক হিসেবে পরিচিত ছিলেন। তার অসামান্য কাজের জন্য ‘ভারত কুমার’ উপাধি অর্জন করেন। তার মৃত্যুতে বলিউডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত বলেন, ‘ভারতীয় চলচ্চিত্র জগতে এক বিশাল ক্ষতি হয়ে গেল।’

১৯৩৭ সালে ব্রিটিশ ভারতের অ্যাবটাবাদে (বর্তমানে পাকিস্তান) জন্ম নেওয়া মনোজ কুমারের আসল নাম হরিকৃষ্ণ গোস্বামী। ১৯৫৭ সালে ‘ফ্যাশন’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্রেক আসে ‘কাচ কি গুড়িয়া’ (১৯৬১) সিনেমায়। মনোজ কুমার সবচেয়ে বেশি পরিচিত তার দেশাত্মবোধক সিনেমাগুলোর জন্য। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে, ‘শহিদ’ (১৯৬৫), ‘উপকার’ (১৯৬৭), ‘পুরব অউর পশ্চিম’ (১৯৭০), ‘রোটি, কাপড়া অউর মাকান’ (১৯৭৪), ‘ক্রান্তি’ (১৯৮১) প্রভৃতি।

শুধু অভিনয় নয়, পরিচালক হিসেবেও তিনি দারুণ সফল ছিলেন। ‘হরিয়ালি অউর রাস্তা’, ‘ও কৌন থি’, ‘হিমালয় কি গদমে’, ‘দো বদন’, ‘পাথর কে সনম’, ‘নীল কমল’, ‘ক্রান্তি’—এই সব ছবির সাফল্য তাকে বলিউডের অন্যতম সফল পরিচালক হিসেবেও প্রতিষ্ঠিত করে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!