X
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

বিটিভির বৈশাখী আয়োজন সাজলো যেভাবে

বিনোদন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৫, ১৯:১০আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৯:১০

বাঙালির জীবনে প্রাণের উৎসব হলো পহেলা বৈশাখ। দিনটি উপলক্ষে ১৪ এপ্রিল সোমবার বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রয়েছে বিশেষ অনুষ্ঠানমালা।

সকাল ৬টায় রমনার বটমূল থেকে বর্ষবরণের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন শুরু হচ্ছে। এরপর রয়েছে বিটিভি স্টুডিও এবং বিটিভির ঢাকা কেন্দ্রের বহিরাঙ্গন থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সরাসরি সম্প্রচারিত এ অনুষ্ঠানে থাকবে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকগান, গম্ভীরা, লাঠিখেলা, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা।

বাংলা সন প্রবর্তন, নববর্ষ, মঙ্গল শোভাযাত্রা, নববর্ষের সূচনালগ্নের অবস্থা ও বর্তমান অবস্থা নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান প্রচার হবে সকাল সাড়ে ৮টায়। সকাল ৯টায় থাকছে শিশুতোষ অনুষ্ঠান। দুপুর ১টায় রয়েছে বৈশাখের গানের সঙ্গে নৃত্য পরিবেশনা। দুপুর দেড়টায় কবিতা পাঠের অনুষ্ঠান। বিকাল ৫টায় প্রচার হবে লোকনৃত্য ‘নকশী কাঁথার মাঠ’। সন্ধ্যা ৬টায় থাকছে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় প্রচার হবে রবীন্দ্রনাথের গানের অনুষ্ঠান ‘মুছে যাক গ্লানি’ এবং ৮টা ৪০ মিনিটে প্রচার হবে নজরুল সংগীতের অনুষ্ঠান ‘বৈশাখী ঝড় এলো’।  বিটিভির বৈশাখী আয়োজন সাজলো যেভাবে রাত ৯টা ২০ মিনিটে থাকছে নাটক ‘মাটির মানুষ’। নৃত্যানুষ্ঠান ‘বৈশাখী ছন্দে’ প্রচারিত হবে রাত ১০টা ২০ মিনিটে। অনুষ্ঠানটিতে নৃত্য পরিচালনা করেছেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়, সোহেল রহমান, আয়েশা সিদ্দিকা, কামরুল হাসান ফেরদৌস। রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, লোকগান ও আদি বাংলা গানের ওপর ভিত্তি করে নাচগুলো পরিবেশিত হবে।

এছাড়াও গান, নাচ, আলোচনা ও কবিতা আবৃত্তির সমন্বয়ে চৈত্র সংক্রান্তির বিশেষ অনুষ্ঠান প্রচার হবে চৈত্র সংক্রান্তিতে (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায়।

/এমএম/
সম্পর্কিত
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
আজ সেই ‘ইত্যাদি’
আজ সেই ‘ইত্যাদি’
ঈদে জমকালো ৬টি নাচের আয়োজন
ঈদে জমকালো ৬টি নাচের আয়োজন
যেভাবে সাজানো হলো এবারের ‘ইত্যাদি’
যেভাবে সাজানো হলো এবারের ‘ইত্যাদি’
বিনোদন বিভাগের সর্বশেষ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ‘ইকরি মিকরি’
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ‘ইকরি মিকরি’
ফের গুঞ্জন, মার্ভেল ইউনিভার্সে শাহরুখ!
ফের গুঞ্জন, মার্ভেল ইউনিভার্সে শাহরুখ!