X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

প্রথম একসঙ্গে...

বিনোদন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৫, ১৫:৫৬আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৮:৪৬

চোখের জল গড়িয়ে পড়ছে মেয়েটার। কারণ সুখের আশায় যৌনকর্মীর জীবন থেকে বেরিয়ে এলেও এখনও তিনি বন্দি। ভালোবাসার মানুষের বিশ্বাস হারিয়ে ফেলেছেন। অবিশ্বাসের দোলাচলে দানা বেঁধেছে সন্দেহের পাহাড়। ভালোবাসার মানুষ খুঁজে পেলেও অন্ধকার অতীত তাকে বারবার পেছনে টেনে নিয়ে যায়। 

এমন একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করছেন অহনা রহমান। নাটকের নাম ‘বন্দী’। যেখানে অহনার বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর। নির্মাণ করেছেন জিয়াউদ্দিন আলম।

নাটকটি প্রসঙ্গে অহনা রহমান বলেন, ‘আমি এমন কিছু নাটকে কাজ করতে চাই, যেন মানুষের হৃদয় ছুঁয়ে যায়। গল্পটি একদমই ভিন্ন ঘরানার। একটি সামাজিক বার্তা পাবেন সবাই।’

সময়ের আরেক সম্ভাবনাময় অভিনেতা তানভীরের সঙ্গে অভিনয় প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘আমি সহশিল্পী হিসেবে এমন কাউকেই সবসময় চাই, যার অভিনয় ভালো। তানভীর এই সময়ে দারুণ অভিনয় করছে। ওর সঙ্গে আমার প্রথম কাজ। সুন্দর অভিনয় করে সে।’

আবু হুরায়রা তানভীর বলেন, ‘এই নাটকে সামাজিক বার্তা রয়েছে। গল্পে ডোমেস্টিক ভায়োলেন্স দেখানো হয়েছে। গল্পটি আমাদের সচেতন করবে। অহনার সঙ্গে প্রথমবার এই নাটকে কাজ করলাম। আমি অভিনয়ে যুক্ত হওয়ার আগে থেকেই অহনার কাজ দেখি। তার অভিনয়ের ভক্ত আমি। একসঙ্গে কাজ করতে পেরে ভীষণ ভালো লেগেছে। জিয়াউদ্দিন আলম (পরিচালক) ভাইকে ধন্যবাদ। এত সুন্দর একটি গল্পে কাজের সুযোগ দেওয়ার জন্য। এ ধরনের গল্প খুব একটা হয় না।’ অহনা ও তানভীর অহনা-তানভীর ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন বাসার বাপ্পী, সাবিনা রনি, ওয়াহিদুজ্জামান রানা, মেঘদূত বিপ্লব, রিয়াদ তালুকদারসহ অনেকে। রচনা করেছেন আসাদুজ্জামান সোহাগ। চিত্রগ্রহণে ছিলেন সাখাওয়াত হোসাইন সাকিব। কণ্ঠ ও সংগীত পরিচালনা করেছেন প্রত্যয় খান।

নাটকটি বুধবার (৩০ এপ্রিল) দুপুর ৩টায় মিনারা ফিল্মস-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ‘ইকরি মিকরি’
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ‘ইকরি মিকরি’