আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইকরি মিকরি: আ ওয়ার্ল্ড অব পিকচার্স বুক’ শীর্ষক প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন হবে শুক্রবার, ২ মে, সন্ধ্যা ৬টায়, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, ধানমন্ডিতে।
‘ইকরি মিকরি’ একটি সৃজনশীল প্ল্যাটফর্ম যা পিকচার্স বুকের মাধ্যমে শিশুদের কল্পনাশক্তি ও শেখার আগ্রহ জাগিয়ে তোলে। স্থানীয় ভাষা, সংস্কৃতি এবং গল্প বলার ঐতিহ্যের ওপর গুরুত্ব দিয়ে, ইকরি মিকরি শিশুদের জীবনের স্বপ্ন, কৌতূহল ও অভিজ্ঞতা প্রতিফলিত করে এমন দৃষ্টিনন্দন বই এবং মাসিক ম্যাগাজিন প্রকাশ করে। এই উদ্যোগটি বাংলাদেশে চিত্রনির্ভর গল্প বলার, শিক্ষার এবং শৈশবের অভিব্যক্তির এক প্রাণবন্ত পরিসর হয়ে উঠেছে।
এই প্রদর্শনীতে ‘ইকরি মিকরি’র প্রকাশিত সব পিকচার্স বুকের ইলাস্ট্রেশন প্রদর্শিত হবে, যেখানে দর্শকরা প্রতিটি বইয়ের শিল্পযাত্রা ও চিত্রভাষার মাধ্যমে গল্প বলার প্রক্রিয়া উপভোগ করতে পারবেন। প্রদর্শনীর পাশাপাশি ৩ থেকে ৭ মে পর্যন্ত প্রতিদিন থাকবে গল্প বলা ও শোনার আসর, শিল্পী ও প্রকাশকদের সঙ্গে আলাপচারিতা, শিশুদের নিজেদের লেখা গল্প পাঠ এবং একটি ভিজ্যুয়াল স্টোরিটেলিং কর্মশালা।
এছাড়াও থাকবে বয়োজ্যেষ্ঠ শিক্ষার্থীদের জন্য টাইপোগ্রাফি কর্মশালা, ৫ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য হাতে-কলমে বই তৈরির সেশন এবং ৭ মে ‘ফাংসাং’ নাটকের শিশু অভিনয়শিল্পীদের পরিবেশনায় বটতলা থিয়েটার গ্রুপের একটি নাট্য পরিবেশনা।
প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বুধবার, ৭ মে পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী চলবে।