X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

সিঁদুর অভিযান: যা বলছেন ভারত-পাকিস্তানের তারকারা

বিনোদন ডেস্ক
০৭ মে ২০২৫, ১৪:১৪আপডেট : ০৭ মে ২০২৫, ১৭:০১

সম্প্রতি কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে বুধবার (৭ মে) রাতে পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে ভারত। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে ‘সিঁদুর’। এদিকে দিল্লির আগ্রাসনকে যুদ্ধ ঘোষণার সুস্পষ্ট ইঙ্গিত বলে হুঁশিয়ার করেছে ইসলামাবাদ। স্বাভাবিকভাবেই দুই দেশের মধ্যে বিরাজ করছে উত্তেজনা, যা ভারত-পাকিস্তান দুই দেশের সাধারণ মানুষের মতো প্রভাব ফেলেছে বিনোদন অঙ্গনের তারকাদের মনেও।

বিশেষকরে বলিউড তারকারা এটাকে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কৌশল হিসেবে দেখছেন। তারা ভারতীয় সেনা এবং যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত সবাইকে সাহস দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে।

যেমন, দক্ষিণি অভিনেতা আল্লু অর্জুন এই অভিযানকে সমর্থন করে লিখেছেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক। জয় হিন্দ।’ অন্যদিকে বলিউড তারকা অক্ষয় কুমার লিখেছেন, ‘জয় হিন্দ, জয় মহাকাল।’

অভিনেত্রী-নির্মাতা কঙ্গনা রনৌত ভারতের এই অভিযানকে সমর্থন দিয়ে লিখেছেন, “ভারত মাতা কি জয়। সন্ত্রাসের প্রতি কোনও সহনশীলতা নয়। ভারতীয় সশস্ত্র বাহিনী একটি নির্ভুল অভিযান ‘অপারেশন সিঁন্দুর’ শুরু করেছে। পাকিস্তান এবং পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীর জুড়ে ৯টি সন্ত্রাসী শিবির ধ্বংস করা হয়েছে।”

দক্ষিণি সুপারস্টার রজনীকান্ত বলেছেন, ‘যোদ্ধার লড়াই শুরু হল। মিশন শেষ না হওয়া পর্যন্ত থামবে না। মোদিজি গোটা দেশ আপনার সঙ্গে রয়েছে।’ রজনীকান্ত তরুণ নায়িকা রাকুল প্রীত ভারতীয় যোদ্ধাদের লক্ষ্য করে লিখেছেন, ‘আমাদের বীরদের অতুলনীয় সাহসের জন্য স্যালুট জানাই।’

এই যখন বলিউড তারকাদের ভাষ্য, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানি তারকাদের ভাষ্য আবার আলাদা। পাকিস্তানে ভারতের এই হামলাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ও মাহিরা খান। 

শেষ রাতে ভারতের এই হামলার প্রতিবাদ করে ইনস্টাগ্রাম স্টোরিতে মাহিরা লিখেছেন, ‘এটি প্রকৃত অর্থেই কাপুরুষোচিত হামলা! আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন। আমিন।’ অন্যদিকে প্রতিবাদ করে হানিয়া লিখেছেন, ‘কাপুরুষোচিত’। 

অভিনেতা ফাহাদ খান লিখেছেন, ‘যারা এই লজ্জাজনক হামলায় আহত ও নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। নিহতদের আত্মার জন্য প্রার্থনা। তাদের ভালোবাসার মানুষদের জন্য আজ যে দিন এসেছে, তার জন্য তাদের মনে যেন শক্তি থাকে।’

এরপর তিনি লিখেছেন, ‘আমার আন্তরিক অনুরোধ, উত্তেজনাকর কথাবার্তা দিয়ে আগুন জ্বলানো বন্ধ করুন। নিরীহ মানুষের জীবনের কোনও মূল্য নেই? সবার ভালো বোধশক্তির জয় হোক। ইনশাল্লাহ। পাকিস্তান জিন্দাবাদ।’

বলা প্রয়োজন, বুধবার ভোরে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, হামলায় অন্তত ২৬ জন বেসামরিক ব্যক্তি নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। এদিকে ভারত দাবি করছে, নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি সেনাদের গোলাগুলি এবং শেল বর্ষণে অন্তত ৭ জন বেসামরিক ব্যক্তি নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।

/সিবি/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সব যুদ্ধ স্পন্সর করা: নচিকেতা
সব যুদ্ধ স্পন্সর করা: নচিকেতা
তাদের বিচারে সেরা পারফর্মার
তাদের বিচারে সেরা পারফর্মার
গানে নিয়মিত হচ্ছেন কুমার বিশ্বজিৎ
গানে নিয়মিত হচ্ছেন কুমার বিশ্বজিৎ
আবুল হায়াতের নাট্যরূপে তৌকীর আহমেদ
আবুল হায়াতের নাট্যরূপে তৌকীর আহমেদ
রবীন্দ্রজয়ন্তীতে জয়িতার উপহার
রবীন্দ্রজয়ন্তীতে জয়িতার উপহার