X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

পুরস্কৃত ‘দেয়ালের দেশ’ চিত্রকর

বিনোদন রিপোর্ট
১৭ মে ২০২৫, ১৬:৫০আপডেট : ১৭ মে ২০২৫, ১৬:৫২

গত বছর (২০২৪) অনেকগুলো সফল ছবি মুক্তি পেয়েছিলো। তবে সব ছাপিয়ে, ‘দেয়ালের দেশ’ সিনেমাটি দাগ কেটে আছে এখনও। এর পোস্টার, গল্প, সংলাপ, অভিনয়, মেকআপ, সিনেমাটোগ্রাফি; তৈরি করেছে ফর্মুলায় থেকেও ভিন্ন এক ফর্মুলা।

ফলে তরুণ নির্মাতা মিশুক মনি নির্মিত প্রথম সিনেমাটি টাকার বিচারে হিট না হলেও, প্রশংসার বাষ্পে ভেসে বেড়াচ্ছে এখনও। অবশেষে সেই ছবিটির জন্য সেরা চিত্রগ্রাহকের স্বীকৃতি এলো।

বাংলাদেশ ইন্সটিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বিফা) আয়োজিত ৪র্থ আসরে ‘বেস্ট সিনেমাটোগ্রাফার’ বিভাগে পুরস্কার অর্জন করেছেন ‘দেয়ালের দেশ’ সিনেমাটোগ্রাফার সাহিল রনি। ক্রেস্ট গ্রহণ করছেন সাহিল রনি ১৬ মে সন্ধ্যায় বিসিএফসিসি’র হল অব ফেম-এ আয়োজিত জমকালো অনুষ্ঠানে সাহিল রনির হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। যেখানে দেশের শীর্ষ চলচ্চিত্র ব্যক্তিত্বরা অংশ নেন। 

পুরস্কার গ্রহণের পর সাহিল রনি বলেন, ‘এই স্বীকৃতি আমার জন্য এক গভীর অনুপ্রেরণা। প্রতিটি দৃশ্যের পেছনে যে পরিশ্রম ও ভালোবাসা আছে, তা আজ যেন আরও অর্থপূর্ণ হয়ে উঠল।’

এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেশের সিনেমাটোগ্রাফি চর্চার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এমনটাই মনে করছে ‘দেয়ালের দেশ’ সংশ্লিষ্টরা।

বলা দরকার, সিনেমার মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও শবনম বুবলী। মুক্তি পেয়েছে ২০২৪ সালের ১১ এপ্রিল। ক্রেস্ট হাতে সাহিল রনি

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
এ সপ্তাহের সিনেমাবাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!