X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্র পর্দায় ইবরার টিপু ও মুন্নি!

বিনোদন রিপোর্ট
২৮ মার্চ ২০১৬, ১৩:২৯আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৪:২৮

শ্যুটিংয়ে ইবরার টিপু ও দিনাত জাহান মুন্নি। একটু খটকা লাগবে। তবুও মেনে নিন। সত্যি সত্যিই চলচ্চিত্র পর্দায় উঠছেন গানের দুই মিষ্টি মুখ ইবরার টিপু ও দিনাত জাহান মুন্নি। তবে নায়ক-নায়িকার চরিত্রে নয়। পর্দায় থাকছেন বাস্তবের মতোই- গায়ক-গায়িকার ভূমিকায়। দু’জনের গাওয়া একটি গানের সঙ্গে পর্দায় ঠোঁট মেলাবেন তারাই। এবং এমনটা তাদের ক্যারিয়রে এবারই প্রথম ঘটছে।


অনন্য মামুনের নির্মিতব্য ছবি ‘অস্তিত্ব’তে ঘটছে এমন ঘটনা। যা বাস্তবায়নের জন্য সোমবার সারাদিন শ্যুটিং চলছে ক্যান্টনমেন্টের বিভিন্ন লোকেশনে। এমনটাই জানালেন মুন্নি। বললেন, ‘এটি ছবির জন্য তৈরি একটি বিশেষ গান। যে গানের দৃশ্যে আমাদের(মুন্নি-টিপু) সঙ্গে থাকছেন শারিরীক প্রতিবন্ধী শিশুরা। আরও থাকছেন শুভ-তিশা সহ বিভিন্ন অঙ্গনের বেশ ক’জন তারকাও। মোটমিলিয়ে সিনেমার শ্যুটিংয়ে ভালোই লাগছে।’

শ্যুটিংয়ে টিপু ও মুন্নির সঙ্গে অভিনেত্রী মনিরা মিঠু ও ভাবনা। ‘অস্তিত্ব’ ছবির বিশেষ এই গানটির কথা এমন- ‘প্রতিটি মানুষ এই দেশের নাগরিক, আছে সম অধিকার বেঁচে থাকার, সবাই সবার প্রতি মানবিক’। কবির বকুলের কথায় এর সুর-সংগীতায়োজন করেছেন ইবরার টিপু।

এদিকে পরিচালক অনন্য মামুন বলেন, ‘বিশেষ এ গানটি ছবির সব শেষে ব্যবহার করা হবে। যে গানের মধ্যে সুন্দর কিছু বার্তা থাকবে দর্শকদের প্রতি। বলতে পারেন এই গানটি সামাজিক দায়বদ্ধতা থেকে করা।’

‘অস্তিত্ব’ ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ এবং তিশা। যা মুক্তি পাচ্ছে আসছে ঈদে।

শ্যুটিংয়ে টিপু-মুন্নির সেলফি! /এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু