X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বাংলাভিশনের ১০ বছর: চলছে উদযাপন উৎসব

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ মার্চ ২০১৬, ০০:০৪আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৩:২৮

স্ট্রিট সিঙ্গার নাটক ‘দৃষ্টি জুড়ে দেশ’ স্লোগান নিয়ে ২০০৬ সালের ৩১ মার্চ আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয় স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনের। চলতি বছর দশম বছরপূর্তি করে ১১ বছরে পা দিচ্ছে চ্যানেলটি।
আর এ যাত্রাকে উদযাপন করতে দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান উৎসবের আয়োজন করেছে চ্যানেলটি। 
৩১ মার্চ (আজ) সকাল ৯টা থেকে স্টুডিও’তে অনুষ্ঠিত সরাসরি সংগীতানুষ্ঠান ‘১১তম বর্ষে পদার্পণ’-এর পাশাপাশি সারাদিন প্রচারিত হবে এক দশকে বাংলাভিশনের পথচলা, অর্জনসহ বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠান ‘ফিরে দেখার এক দশক’।
সাগর জাহানের রচনা ও পরিচালনায় বিশেষ একক নাটক ‘স্ট্রিট সিঙ্গার’ প্রচারিত হবে এদিন রাত ৯টা ০৫মিনিটে। অভিনয়ে তিশা, নিশো প্রমুখ।
মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় বিশেষ টেলিফিল্ম ‘ওয়াও’ প্রচারিত হবে রাত ১১টা ২৫মিনিটে। অভিনয়ে চঞ্চল চৌধুরী, ভাবনা প্রমুখ। টেলিছবি- ওয়াও

বরেণ্য ব্যক্তিত্ব আবদুল্লাহ আবু সায়ীদ ও টেলিভিশন ব্যক্তিত্ব শাইখ সিরাজ-এর অংশগ্রহণে এবং শামীম শাহেদ-এর উপস্থাপনায় প্রতিষ্ঠাবার্ষিকীর দিন রাত ৮টা ১৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ টক শো ‘আনন্দ বেদনার কাব্য-২০১৬’। অনুষ্ঠান- আনন্দ বেদনার কাব্য
এ প্রসঙ্গে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ বলেন, ‘এই বিশেষ আয়োজনে আবদুল্লাহ আবু সায়ীদ স্যার ও শাইখ সিরাজ ভাইয়ের সাথে আড্ডা দিতে পেরে ভালো লেগেছে। ভিন্নধর্মী কী আয়োজন নিয়ে টেলিভিশন এগিয়ে যেতে পারে- এ বিষয়টি আলোচনার মাধ্যমে উঠে এসেছে। টেলিভিশনে দর্শকরা কী দেখতে চান- তা নিয়েও তাদের মতামত জানতে পেরেছি। টেলিভিশনে কাজ করার নানান গল্প নিয়ে কথা বলার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ও নাটক নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠানে আলোচনা করা হয়েছে। আশা করি, দর্শকের ভালো লাগবে। অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচারিত হবে ৩১ মার্চ রাত ৮টা ১৫ মিনিটে।’
জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ-এর পালাগান ‘দয়া করে বলো গুরু’ প্রচারিত হবে ০১ এপ্রিল সন্ধ্যা ৬টা ২৫মিনিটে। বিশেষ আয়োজনের পাশাপাশি থাকবে ঢাকা এবং ঢাকার বাইরের আনন্দ র‌্যালিসহ বিশেষ অনুষ্ঠানের খবর।’
পালাগান ‘দয়া করে বলো গুরু’-তে মমতাজ


এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকীর দিনভর চ্যানেলটি আগত অতিথিদের সঙ্গে কেক কেটে দিনটি উদযাপন করবে। বাংলা ট্রিবিউন পরিবারের পক্ষ থেকে বাংলাভিশনকে শুভেচ্ছা।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু