X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ক্রিকেটার ফ্লেমিংয়ের কণ্ঠে বাংলা গান!

ওয়ালিউল মুক্তা
০৫ এপ্রিল ২০১৬, ১৫:১৪আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৭:৩৫

যদি তার আসল পরিচয় গোপন করা হয়, তাহলে সংগীতশিল্পী হিসেবেই চালিয়ে দেওয়া যেত অস্ট্রেলীয় ক্রিকেটার ড্যামিয়েন ফ্লেমিংকে। হ্যাঁ, তাকে সংগীতশিল্পী হিসেবেই পাওয়া গেল। আর একেবারে বাংলা গানের গায়ক হিসেবে!

‘ফসিল্স’-এর প্র্যাকটিস প্যাডে ফ্লেমিং। প্রাক্তন অস্ট্রেলীয় পেস তারকা ফ্লেমিং এখন কলকাতায়। সেখানে গায়ক রূপম ইসলামের ব্যান্ড ‘ফসিল্‌স’-এর প্র্যাকটিস প্যাডে গিয়েছিলেন তিনি।

এতে জ্যামিংয়েও অংশ নেন তিনি। আর ‘বাড়ি এসো’ শিরোনামের গানে দিব্যি গায়ক বনে গিয়েছিলেন তিনি।

ব্যান্ডের গায়ক রূপম ইসলাম তারই একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন। সঙ্গে একটি ছবিও টুইট করেন। আর লিখলেন, ‘সারপ্রাইজ, আমাদের অতিথি এখন ড্যামিয়েন ফ্লেমিং। আমাদের সঙ্গে জ্যাম করলেন, গাইলেনও।’

পরে অবশ্য সেই ছবি রি-টুইট করেছেন ফ্লেমিংও।

জানা যায়, ফ্লেমিং অস্ট্রেলিয়া-ভারতের আসন্ন সিরিজের জন্য কাজ করছেন। এই সিরিজের জন্য বলিউডে গিয়েও শ্যুটিং করেছেন তারা। আর সে ভিডিওতে আবহসংগীতে ‘বাড়ি এসো’সহ বেশ কিছু বাংলা গানও থাকবে। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখন কলকাতায়। সেই সুযোগে সোমবার শ্যুটিং হয়েছে ‘ক্রিকেট অস্ট্রেলিয়া’র এই ভিডিওচিত্রের।

‘ফসিল্‌স’ সদস্যদের সঙ্গে ফ্লেমিং-এর জ্যামিং:

 

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র