X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

প্রথমদিনেই ‘ফ্যান’-এর ‘ফাটাফাটি’ রেকর্ড

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ এপ্রিল ২০১৬, ১৪:০৫আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৭:০২

ফ্যান-এ দুই শাহরুখ বক্স অফিসে প্রথমদিনেই বাজিমাত করেছে শাহরুখ খান অভিনীত `ফ্যান’ ছবিটি। উদ্বোধনী দিনে এটি যতটা ব্যবসাসফল হয়েছে তা ২০১৬ সালে অন্য যেকোনও ছবির চেয়ে সর্বোচ্চ। প্রথমদিনে এর আয় ১৯.২০ কোটি রুপি।

এর আগে ২০১৬ সালে অক্ষয় কুমারের ‘এয়ারলিফট’ ছবিটি উদ্বোধনী দিনে বক্স অফিস কাঁপালেও সেইসব রেকর্ড ভেঙে দিয়েছে ‘ফ্যান’। বিশ্লেষকরাও বলছেন, ‘ফ্যান’ প্রথমদিনে যে সাফল্য কুড়িয়েছে তা এক কথায় ‘ফাটাফাটি’।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের খবরে বলা হয়, মণীষ শর্মা নির্মিত ‘ফ্যান’ ছবিটি মুক্তির প্রথম দিনে ১৯.২০ কোটি রুপি আয় করেছে যা ‘এয়ারলিফট’ থেকে ৫৫ শতাংশ বেশি। ‘এয়ারলিফট’ ছবিটি ভারতীয় বাজারে মুক্তির প্রথমদিনে ১২.৩৫ কোটি রুপি আয় করেছিল।

টুইটারে বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ লিখেছেন, ‘‘ফ্যান’ ফান্টাস্টিক রকমের রেকর্ড করেছে। শুক্রবার এটি ১৯.২০ কোটি রুপি আয় করেছে। সাফল্যের ধারা বোঝার ক্ষেত্রে শনিবার ও রবিবারে ছবিটির আয়ের হিসেবও গুরুত্বপূর্ণ বলে বিচেত হবে।’’

‘ফ্যান’-এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর শাহরুখ দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন। চরিত্রগুলোর একটি সুপারস্টার আরিয়ান খান, অন্যজন তার অন্ধ ভক্ত গৌরব। 
সূত্র: ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস

/এফইউ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র