X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘শেক্‌সপিয়ার সপ্তক’ পাশাপাশি দুই মঞ্চে!

বিনোদন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৬, ১২:১৩আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৩:১৩

‘শেক্‌সপিয়ার সপ্তক’-এ ‘ম্যাকবেথ’র অংশ ‘ম্যাকবেথ’, ‘হ্যামলেট’, ‘ওথেলো’, ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’, ‘টেমিং অব দ্য শ্রু’, ‘অ্যাজ ইউ লাইক ইট’ ও ‘আ মিড সামার নাইটস ড্রিম’- শেক্‌সপিয়ারের এ সাতটি নাটক একই সঙ্গে আবারও আসছে মঞ্চে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ মঞ্চে আনছে ‘শেক্‌সপিয়ার সপ্তক’ নামের পরিবেশনা।
যেটা সাজানো হয়েছে শেক্‌সপিয়ারের সাতটি নাটকের কিছু অংশ নিয়ে। আজ (সোমবার) নাটকটির তৃতীয় প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটারে। মজার বিষয় হলো, দর্শকরা এ নাটকটি দুটি মঞ্চে একই সময়ে দেখতে পাবেন।
এটির নির্দেশনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির নাট্যকলা বিভাগের চেয়ারম্যান সুদীপ চক্রবর্তী।
তিনি বলেন, ‌'পরীক্ষণ থিয়েটারের মূল মঞ্চ ও বেলকোনি ব্যবহার করা হবে এই নাট্যমালার জন্য। পাশাপাশি এ দুটি জায়গায় পরপর সাতটি খণ্ড নাটক প্রদর্শন হতে থাকবে।'
তিনি জানান, চারটি ট্র্যাজেডি আর তিনটি কমেডির নির্বাচিত অংশে নাটকের মূল ভাবনা ধরে রাখা হয়েছে। কমেডিগুলোর কোনেওটিতে আঞ্চলিক ভাষার প্রয়োগ থাকবে।
এর আগে নাট্যমালাটির উদ্বোধনী ও দ্বিতীয় প্রদর্শন ২৩ ও ২৪ এপ্রিল ব্রিটিশ কাউন্সিল মঞ্চে হয়েছে। মূলত গত ২৩ এপ্রিল শেক্‌সপিয়ারের ৪০০তম মৃত্যবার্ষিকীতে এটি মঞ্চে আনা হয়।
এই প্রযোজনায় সহযোগিতা করেছে ‘ব্রিটিশ কাউন্সিল শেক্‌সপিয়ার লিভ্স গ্লোবাল প্রোগ্রাম ২০১৬’। ওথেলো নাটকের অংশ
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’