X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

১১ দিনেই ১০০ কোটি আয় করল ‘কাবিল’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ০০:০০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ০০:০০

‘কাবিল’ ছবির একটি ‍দৃশ্যে হৃত্বিক রোশন শাহরুখ খানের ‘রইস’-এর সঙ্গে লড়াইয়ে শুরুতে পিছিয়ে থাকলেও ধীরে ধীরে নিজের অবস্থান ভালো করছে হৃত্বিক রোশনের ‘কাবিল’। এরমধ্যেই ছবিটির আয় ১০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। আর এ আয় এসেছে ছবিটি মুক্তির ১১ দিনের মাথায়।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, মুক্তির ১১তম দিনে ‘কাবিল’ আয় করেছে ৯ কোটি ২২ লাখ রুপি। ফলে ১১ দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১০৬ কোটি ২ লাখ রুপি।

২৫ জানুয়ারি ‘রইস’ ও ‘কাবিল’ একই সঙ্গে মুক্তি পায়। আর কাকতালীয়ভাবে পাকিস্তানে ভারতীয় ছবি নিষিদ্ধ হওয়ার পর ‘কাবিল’-ই প্রথম মুক্তি পেতে যাচ্ছে। ফলে ছবিটির বাণিজ্যিক সফলতা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ছবির বাণিজ্যিক সাফল্যকে উদযাপন করতে ‘টিম কাবিল’ একটি পার্টির আয়োজন করতে যাচ্ছে। টুইটারে এক পোস্টের মাধ্যমে হৃত্বিক রোশন তার ভক্তদের পার্টিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

নির্জলা প্রতিশোধের কাহিনী ঘিরে নির্মিত হয়েছে ‘কাবিল’। ছবির মূল চরিত্রে অভিনয় করা হৃত্বিক ও ইয়ামি গৌতম; উভয়েই অন্ধ। তবু তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের জীবনে এক মর্মান্তিক ঘটনার পর হৃত্বিক প্রতিশোধ নেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু