X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বরুণকে হোটেল কর্মচারী ভেবে রুম পরিষ্কারে ডাকলেন পর্যটকরা!

বিনোদন ডেস্ক
০৪ এপ্রিল ২০১৮, ১১:০০আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১১:০০

‘অক্টোবর’ ছবিতে বরুণ ধাওয়ান ও বানিতা সান্ধু এই এপ্রিলে ‘অক্টোবর’ নিয়ে আসছেন বলিউডের নতুন প্রজন্মের অভিনেতা বরুণ ধাওয়ান। এতে হোটেল ম্যানেজমেন্ট শিক্ষার্থীর ভূমিকায় দেখা যাবে তাকে। চরিত্রটির সঙ্গে মানিয়ে নিতে শুটিং সেটেই প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

পরিচালক সুজিত সরকার চিত্রনাট্য অনুযায়ী সব দৃশ্যের শুটিং করেছেন দিল্লির একটি পাঁচতারা হোটেলে। বরুণকে দিয়ে হোটেল ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের যাবতীয় কাজ করনোর ইচ্ছে ছিল তার। পেরেছেনও।

হোটেল কর্মচারীর ম্যানারিজম আয়ত্তে আনতে টয়লেট ও মেঝে পরিষ্কার থেকে শুরু করে থালা-বাসন ধোয়া, রান্না, ইস্ত্রি করা, খাবার পরিবেশন ইত্যাদি কাজ নিজের হাতে করতে হয়েছে বরুণকে।

স্বাভাবিকভাবে তখন ওই হোটেলে বিভিন্ন দেশের পর্যটকরা ছিলেন। বরুণকে তারা সত্যি সত্যি কর্মচারী ভেবে খাবারের অর্ডারও দিয়েছিলেন! এক অতিথি তো তাকে রুম পরিষ্কারের জন্যও ডাক দেন।

‘অক্টোবর’ ছবিতে বরুণ ধাওয়ান চরিত্রটির জন্য পুরোপুরি নিবেদিত ছিলেন বরুণ। তাই চমকপ্রদ ব্যাপার হলো, অতিথিদের বুঝতে না দিয়ে ঠিকই তিনি খাবার পৌঁছে দিয়েছেন, রুমও পরিষ্কার করেছেন।

এসব দৃশ্য ক্যামেরায় ধরে রাখতে ভুল করেননি পরিচালক সুজিত সরকার। বরুণের অবশ্য তা জানা ছিল না। পরে দৃশ্যগুলো দেখে হোটেল কর্মচারীর ভূমিকায় নিজের দক্ষতায় অবাক হন ৩০ বছর বয়সী এই তারকা।

মজার বিষয় হলো, ‘অক্টোবর’ ছবিতে হুট করেই নেওয়া হয় বরুণকে। সেটা গত বছরের নভেম্বরের কথা। একদিন সুজিত সরকারের অফিসে সাধারণ পোশাকে বেড়াতে গিয়েছিলেন তিনি। চুলগুলো ছিল এলোমেলো। তখনই ছবিটির ডেনিশ ওয়ালিয়া ওরফে ড্যান চরিত্রের জন্য তাকে নির্বাচন করে ফেলেন সুজিত।

ভালোবাসা, জীবন ও সম্পর্কই ‘অক্টোবর’ ছবির বিষয়বস্তু। এতে বরুণের বিপরীতে অভিনয় করেছেন নবাগতা বানিতা সান্ধু। এটি মুক্তি পাবে আগামী ১৩ এপ্রিল। ইতোমধ্যে বেরিয়েছে এ ছবির গান ‘তেহের জা’ ও ‘তাব ভি থা’।

*  ড্যান চরিত্রের জন্য বরুণ ধাওয়ানের প্রস্তুতির ভিডিও:

* ‘অক্টোবর’ ছবির ট্রেলার:



* ‘তেহের জা’ গানের ভিডিও:

/জেডএল/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র