X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সবার টি-শার্টে আমিরের মায়ের ছবি!

বিনোদন ডেস্ক
১৭ জুন ২০১৯, ০০:০০আপডেট : ১৭ জুন ২০১৯, ১৬:৩৭

সাদা থ্রি-পিস পরা জিনাত হুসেন, তাকে ঘিরে আছে পুরো পরিবার এক ফ্রেমে পুরো পরিবার। পুরো মানে সবাই। একজন দু’জন নয়। ঘাসের ওপর তাদের অর্ধেক বসে ও অর্ধেক দাঁড়িয়ে। মুখে আনন্দের হাসি। সবার পরনে কালো টি-শার্ট। তাতে একজন নারীর ছবির ছাপ। আর ‘আম্মি’ লেখা।

টি-শার্টের নারী হলেন বলিউড সুপারস্টার আমির খানের মা জিনাত হুসেন। গত ১৪ জুন ৮৫ বছরে পা রাখলেন তিনি। এ উপলক্ষে তাদের পুরো পরিবার একত্রিত হয়। তাদের মধ্যে আমিরের স্ত্রী কিরণ রাও আর সাবেক স্ত্রী রীনা দত্ত, তাদের মেয়ে ইরা ও ছেলে জুনায়েদ, আমিরের বোন নিখাত খান ও ফারহাত খানসহ সবাই ছিলেন। ছবিটিতে দেখা যাচ্ছে, দাদির ঠিক সামনে বসে আছে আমিরের ছোট ছেলে আজাদ।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছবিটি শেয়ার করে হৃদয়ছোঁয়া বার্তায় মাকে শুভেচ্ছা জানিয়েছেন আমির। তিনি লিখেছেন, ‘পৃথিবী গ্রহের সবচেয়ে সুন্দরী নারীকে জন্মদিনের শুভেচ্ছা।’

দাদির সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করে তাকে আলাদাভাবে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ইরা। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘দাদি আজ ৮৫ বছরে পা দিলেন। কিন্তু তাকে দেখলে তা মনেই হয় না। এমন দাদি পাওয়া সত্যিই দারুণ ব্যাপার। যেকোনও ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি সঠিক। তবে মুক্তমনা ও অসাধারণ একজন মানুষ তিনি। তার সঙ্গে আড্ডা দেওয়া ও তাস খেলা বেশ আনন্দের। দাদির কাছ থেকে অনেক কিছু শিখেছি, আরও শিখতে চাই। বিশেষ করে কীভাবে কাবাব বানাতে হয়!’
এদিকে আমির এখন ‘লাল সিং চাড্ডা’  ছবিতে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন। শোনা যাচ্ছে, এতে তার স্ত্রীর ভূমিকায় থাকবেন কারিনা কাপুর খান। গুঞ্জন সত্যি হলে ১০ বছর পর আবারও তাদের এক ফ্রেমে বড় পর্দায় দেখা যাবে। আমির-কারিনা জুটির সবশেষ ছবি ছিল রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’।

/জেডএল/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু