X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

মাঝে তামান্না ভাটিয়া!

বিনোদন ডেস্ক
১৮ মার্চ ২০২৫, ১২:১৬আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১২:৫৯

‘মিশন মঙ্গল’ খ্যাত নির্মাতা জগন শক্তির পরবর্তী সিনেমা ‘রেঞ্জার’-এ অজয় ​​দেবগন এবং সঞ্জয় দত্তের সঙ্গে অভিনয় করতে চলেছেন দক্ষিণি অভিনেত্রী তামান্না ভাটিয়া। মার্চের শেষের দিকে শুরু হবে শুটিং। খবরটি প্রকাশ করেছে পিংভিলা।

অজয় ​​দেবগন আবারও ‘মিশন মঙ্গল’ নির্মাতা জগন শক্তির সঙ্গে জঙ্গল-অ্যাডভেঞ্চার ‘রেঞ্জার’-এ একত্রিত হচ্ছেন। এটি প্রযোজনা করবে লাভ ফিল্মস। এটি একটি বিশাল বাজেটের সিনেমা।

সিনেমায় অজয়ের সঙ্গে যোগ দিচ্ছেন সঞ্জয় দত্ত। নেতিবাচক চরিত্রে দেখা যাবে তাকে। অজয় দেবগন, তামান্না ভাটিয়া ও সঞ্জয় দত্ত জানা গেছে, ‘রেঞ্জার’ সিনেমার জন্য পুরোদমে চলছে প্রস্তুতি এবং মার্চের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু হবে।

পিঙ্কভিলার প্রতিবেদনে জানানো হয়েছে, ‘রেঞ্জার’ সিনেমায় তামান্না ভাটিয়াকে বেছে নিয়েছেন নির্মাতা।

সূত্রের খবর, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে তামান্না ভাটিয়া অজয় ​​দেবগন এবং সঞ্জয় দত্তের সঙ্গে শুটিংয়ে যোগ দেবেন। তামান্না ভাটিয়া ‘রেঞ্জার’ টিমের সঙ্গে যুক্ত হয়ে পেরে তামান্না খুবই উচ্ছ্বসিত। এরইমধ্যে তিনি প্রস্তুতি নেওয়া শুরু করেছেন নিজের মতো করে। একাধিক স্ক্রিপ্ট পড়ার সেশনেও অংশ নিয়েছেন এই মিল্কি সুন্দরী।  

উল্লেখ্য,  ‘রেঞ্জার’ সিনেমা চলতি বছরব্যাপী শুটিং করা হবে। ২০২৬ সালে বড় পর্দায় মুক্তি পাবে এটি।

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বোর্ড বলছে সব বয়সী দর্শকের সিনেমা ‘নীলচক্র’
বোর্ড বলছে সব বয়সী দর্শকের সিনেমা ‘নীলচক্র’
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
অভিনয়-প্রতিভা খোঁজার ফাইনালে ৮ প্রতিযোগী   
অভিনয়-প্রতিভা খোঁজার ফাইনালে ৮ প্রতিযোগী   
এবার আধ্যাত্মিক গুরুর চরিত্রে বিক্রান্ত ম্যাসি!    
এবার আধ্যাত্মিক গুরুর চরিত্রে বিক্রান্ত ম্যাসি!  
বুলগেরিয়ার উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য
বুলগেরিয়ার উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য