X
রবিবার, ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

আলীর মতো গায়কদের উৎসর্গ করছি: রাজীব

বিনোদন রিপোর্ট
২৫ মে ২০২৫, ১৩:৩২আপডেট : ২৫ মে ২০২৫, ১৬:১৬

প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ গড়েছে নতুন ইতিহাস! বলা যায়, আদনান আল রাজীবের সিনেমা ‘আলী’ ম্যাজিক দেখিয়ে দিলো! ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের শেষ প্রহরে বিচারকদের স্পেশাল মেনশন সম্মান পেলো সিনেমাটি। 

পুরস্কার ঘোষণার পর আদনান আল রাজীব ও স্বর্ণপামবিজয়ী ইসরায়েলের তৌফিক বারহোম ফটোকলে অংশ নেন। এরপর তারা প্রেস কনফারেন্সে অংশ নেন। সেখানেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা। আদনান আল রাজীব ও তৌফিক বারহোম এটা বাংলাদেশের জন্য গর্বের একটি বিষয়। এই যে পুরস্কার পেলেন, এটি কাকে উৎসর্গ করবেন আদনান, এক সাংবাদিকের এমন প্রশ্নে আদনান আল রাজীব বলেন, “আলী’ এমন একটি গল্পের সিনেমা, যেখানে একজন আলী প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসেছেন। নীরবেই যে তার সংগীতচর্চা চালিয়ে যান। আলীর মতো এমন  মেধবী গায়দের উৎসর্গ করছি আমার এই সিনেমা, যারা দেশের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে আছেন, এবং নীরবে তাদের সংগীত চর্চা চালিয়ে যাচ্ছেন।”

এছাড়াও, স্পেশাল মেনশন পাওয়ার পর আদনান তার ফেসবুক পোস্টে লেখেন, ‘এটা বাংলাদেশের জন্য।’

এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য দারুণ একটি খবর। স্বভাবতই সবাই উৎফুল্ল খবরটি শুনে। ‘আলী’র এই সাফল্যে শোবিজ তারকারও আপ্লুত। অভিনয়শিল্পী ও নির্মাতারা রাজীবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। যেমন, সোশ্যাল মিডিয়ায় শাকিব খান, জয়া আহসান, মেহজাবীন চৌধুরী থেকে শুরু করে আজমেরী হক বাঁধন, নির্মাতা যুবরাজ শামীম, চয়নিকা চৌধুরী, নিরব হোসেনসহ অনেকেই শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন। পুরস্কার ঘোষণার পর দুই নির্মাতাকে নিয়ে কান কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন বলা প্রয়োজন, শনিবার (২৪ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিট) উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্বর্ণপাম জিতেছে ইসরায়েলের তৌফিক বারহোম পরিচালিত ‘আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ’।

এবারের আসরের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও লা সিনেফ বিভাগের প্রধান বিচারক জার্মান পরিচালক মারেন আদে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে ‘আলী’কে স্পেশাল মেনশন দেওয়ার কথা জানান। তখন অতিথি সারিতে বসে থাকা বাংলাদেশের নির্মাতা আদনান আল রাজীব উঠে দাঁড়ালে সবাই করতালি দিয়ে অভিনন্দনে সিক্ত করেন তাকে। আলী চরিত্রে অভিনয় করেছেন আল আমিন এটাও বলা প্রয়োজন, কানে এবার জমা পড়েছে ৪ হাজার ৭৮১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্য থেকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয় ১১টি ছবি। বাংলাদেশের ‘আলী’ সেগুলোরই একটি।

কানের ইতিহাসে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রথম ছবি এটাই। কানসৈকতে ‘আলী’ টিম উল্লেখ্য, আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিট দৈর্ঘ্যের ছবিটির গল্প এক কিশোরকে কেন্দ্র করে। বাংলাদেশের উপকূলীয় একটি শহরে বসবাস করে সে, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। আলী শহরে পাড়ি জমানোর সুযোগ পেতে গানের একটি প্রতিযোগিতায় নাম লেখায়। চমকপ্রদ ব্যাপার হলো, সে নারীকণ্ঠেও গাইতে পারে!

এই চরিত্রে অভিনয় করেছেন আল আমিন।

/সিবি/
সম্পর্কিত
৭৮তম কান উৎসবের পুরো বিজয়ী তালিকা
৭৮তম কান উৎসবের পুরো বিজয়ী তালিকা
কানে ফিরেই জাফর পানাহির স্বর্ণপাম জয়!
কানে ফিরেই জাফর পানাহির স্বর্ণপাম জয়!
কানে ইতিহাস গড়লো বাংলাদেশের ‘আলী’
কানে ইতিহাস গড়লো বাংলাদেশের ‘আলী’
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া
বিনোদন বিভাগের সর্বশেষ
৭৮তম কান উৎসবের পুরো বিজয়ী তালিকা
৭৮তম কান উৎসবের পুরো বিজয়ী তালিকা
কানে ফিরেই জাফর পানাহির স্বর্ণপাম জয়!
কানে ফিরেই জাফর পানাহির স্বর্ণপাম জয়!
কানে ইতিহাস গড়লো বাংলাদেশের ‘আলী’
কানে ইতিহাস গড়লো বাংলাদেশের ‘আলী’
নজরুল কনসার্ট মাতাবে যে ১০ ব্যান্ড
নজরুল কনসার্ট মাতাবে যে ১০ ব্যান্ড
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া