X
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

একসঙ্গে আদনান-সুনিধি, আসছে ‘পালাবে কোথায়’

বিনোদন রিপোর্ট
২৩ জুন ২০২৫, ১৫:৩৮আপডেট : ২৩ জুন ২০২৫, ২০:২৩

কিছু দিন আগেই কান চলচ্চিত্র উৎসব জয় করে ফিরেছেন আদনান আল রাজীব। এবার নির্মাণ করলেন মিউজিক ভিডিও। ‘পালাবে কোথায়’ শিরোনামের গানটি গেয়েছেন সুনিধি নায়েক।

২২ জুন প্রকাশিত হয়েছে মিউজিক ভিডিওটির অফিসিয়াল পোস্টার। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানিয়েছেন আদনান ও সুনিধি। ‘পালাবে কোথায়’ মিউজিক ভিডিওর পোস্টার এ বিষয়ে আদনান নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, “আমি একটি মিউজিক ভিডিও পরিচালনা করেছি আমার খুবই মেধাবী বন্ধু সুনিধি নায়েকের জন্য। তার গাওয়া ‘পালাবে কোথায়’ শিরোনামের গানটি আসছে। সে শিল্পী হিসেবে অনবদ্য। তাই আমি চেয়েছি তার এই কাজটির অংশ হতে। যাতে তার শৈল্পিক চিন্তাকে আমার ক্যামেরার ভাষায় মূর্ত করে তাকে সাহায্য করতে পারি। সবাইকে কাজটি দেখানোর জন্য আমার তর সইছে না।” আদনান আল রাজীব এদিকে গানটি নিয়ে সুনিধি নায়েক বলেন, “আমি আর অর্ণব (সংগীতশিল্পী সায়ান চৌধুরী অর্ণব) বেশ কিছু গান করেছি। যেগুলো ধীরে ধীরে প্রকাশিত হবে। তার মধ্যে ‘পালাবে কোথায়’ আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ। কারণ এই গানটিতে আমরা ওয়েস্টার্ন ইডিএম মিউজের সঙ্গে বাঙালি সুর ও কম্পোজিশনের একটি চমৎকার মিশ্রণ তৈরি করতে চেষ্টা করেছি। গানটির কথা ও সুর অর্ণবের করা। তার কাজ সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে। মিউজিক কম্পোজিশনে আমরা তিন জন- অর্ণব, অদিত রহমান আর আমি কাজ করেছি।” সুনিধি নায়েক এদিকে মিউজিক ভিডিও প্রসঙ্গে সুনিধি বলেন, ‘আদনান দেশের অন্যতম মেধাবী নির্মাতা। তাছাড়া সে আমার খুব ভালো বন্ধু। তাই তার সঙ্গে আমার নানা বিষয়ে চিন্তাভাবনা শেয়ার করা হয়। আদনান গানটি শুনে খুব পছন্দ করলো। তখন আমরা ভিডিওটির প্ল্যান করি। মাঝে আমি গান নিয়ে দুই মাসের লম্বা ইউরোপে ট্যুর করলাম। তারও আগে ভিডিওটির শুট করি। সবকিছু গুছিয়ে নিয়ে এখন মনে হলো এটি প্রকাশ করতে পারি। দর্শকের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

উল্লেখ্য, ‘পালাবে কোথায়’ গানটি আসছে ২৬ জুন।

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
কান কাঁপিয়ে মেলবোর্নে ঢাকার ‘আলী’
কান কাঁপিয়ে মেলবোর্নে ঢাকার ‘আলী’
সংস্কৃতি খাতের বাজেট নিয়ে  অসন্তোষ
সংস্কৃতি খাতের বাজেট নিয়ে অসন্তোষ
আলীর মতো গায়কদের উৎসর্গ করছি: রাজীব
আলীর মতো গায়কদের উৎসর্গ করছি: রাজীব
কানে ইতিহাস গড়লো বাংলাদেশের ‘আলী’
কানে ইতিহাস গড়লো বাংলাদেশের ‘আলী’
বিনোদন বিভাগের সর্বশেষ
 ‘আলী’র ট্রেলারে ইরফান চমক!
 ‘আলী’র ট্রেলারে ইরফান চমক!
নারীর সাহস ও স্বর তুলে ধরবেন তোরসা
নারীর সাহস ও স্বর তুলে ধরবেন তোরসা
কনসার্টে ছুরিকাঘাতে আহত কানাডিয়ান র‌্যাপার
কনসার্টে ছুরিকাঘাতে আহত কানাডিয়ান র‌্যাপার
‘এই সম্মান আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে’
‘এই সম্মান আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে’
গিটারিস্টের জন্য কনসার্ট
গিটারিস্টের জন্য কনসার্ট