X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সব্যসাচী-সুবর্ণাকে নিয়ে ‘গণ্ডি’র শেষ ধাপ সেপ্টেম্বরে

বিনোদন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৯, ১২:০০আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৬:৫৯

‘গণ্ডি’ ছবিতে সব্যসাচী চক্রবর্তী ও সুবর্ণা মুস্তাফা ‘ভুবন মাঝি’র নির্মাতা ফাখরুল আরেফীন খানের দ্বিতীয় চলচ্চিত্র ‘গণ্ডি’র শেষ ধাপের দৃশ্যধারণ হবে আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরে। এতে অংশ নিতে ৩১ আগস্ট ঢাকায় আসছেন কলকাতার প্রখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। তার সঙ্গে থাকবেন গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। তারাই ছবিটির মূল দুটি চরিত্র।

এ বছরের শুরুতে লন্ডন ও মার্চে কক্সবাজারে ‘গণ্ডি’ ছবির বেশ কিছু অংশের চিত্রায়ণ হয়। এবার ঢাকায় চলবে এই ছবির ক্যামেরা।

ফাখরুল আরেফীন খান জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে টানা ১২ দিন ঢাকার বেশ কয়েকটি স্থানে ছবিটির দৃশ্যধারণ হবে।

‘গণ্ডি’ ছবিতে সব্যসাচী চক্রবর্তী ও সুবর্ণা মুস্তাফা রোমান্টিক-কমেডি ঘরানার ছবি ‘গণ্ডি’র কাহিনি মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দু’জন নারী-পুরুষকে ঘিরে। অবসরে থাকা এই বয়সে দু’জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়, এসবই উঠে আসবে গল্পে।

‘গণ্ডি’ ছবিতে সব্যসাচী চক্রবর্তী ও সুবর্ণা মুস্তাফা ‘গণ্ডি’তে অভিনয় প্রসঙ্গে ‘ফেলুদা’ তারকা সব্যসাচী চক্রবর্তী বলেন, ‘এর মুখ্য চরিত্রে অভিনয় করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। গেল মার্চে কক্সবাজারে ছবিটির কিছু অংশের চিত্রায়ণ হয়েছে। এবার পুরো কাজ শেষ করার পালা। আশা করছি বেশ ভালো একটি চলচ্চিত্র হবে এটি।’

‘গণ্ডি’ ছবিতে সব্যসাচী চক্রবর্তী ও সুবর্ণা মুস্তাফা সুবর্ণা মুস্তাফার কথায়, ‘ছবিটির বিষয়বৈচিত্র্য ভালো। একদল তরুণ এতে যুক্ত আছে। তারা প্রত্যেকেই ছবিটির জন্য যথেষ্ট পরিশ্রম করছে। এমন গল্পের ছবিটি দর্শকের কাছে ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

‘গণ্ডি’র পরিচালক ফাখরুল আরেফিন খান ও সব্যসাচী চক্রবর্তী সব্যসাচী আর সুবর্ণার পাশাপাশি ‘গণ্ডি’তে অভিনয় করছেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, আমান রেজা প্রমুখ।

/জেএইচ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র