X
সোমবার, ২৪ মার্চ ২০২৫
১০ চৈত্র ১৪৩১

যাদের মানুষ করেছি, তাদের কৃতজ্ঞতা বোধও নেই: পপি

বিনোদন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১২

জোরপূর্বক জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি এখন তুমুল আলোচনায়। তার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন তার মাসহ পরিবারের সদস্যরা। এমনকি জিডি করা হয়েছে পপির বিরুদ্ধে।

বিষয়টি নিয়ে সাময়িকভাবে চুপ থাকলেও এবার এ বিষয়ে কথা বলেছেন নায়িকা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো একটি ভিডিও বার্তায় পপি বলেন, ‘২৮ বছর অনেক সুনামের সঙ্গে চলচ্চিত্রে কাজ করেছি। কোটি কোটি দর্শকের ভালোবাসা পেয়েছি। কিন্তু আজ ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসেবে। কারণ, সবার মন জয় করতে পারলেও ২৮ বছর আমি যাদের জন্য কাজ করেছি, যাদের এই হাতে লালন-পালন করেছি, তাদের কাছেই আমি একজন অযোগ্য মানুষ। তাদের মনের মতো করে নিয়ন্ত্রিত হতে পারেনি। আমি যখন ইনকাম করেছি, তখন আমি আমার পরিবারের কাছে প্রিয় একজন মানুষ ছিলাম। এখন তেমন দিতে পারি না, তাই আমি এখন তাদের কাছে শত্রুর মতো।’

তিনি আরও বলেন, ‘আজকে আমার মা-বোন যে অভিযোগগুলো করছে, সবগুলো মিথ্যা ও বানোয়াট। তারা সত্য একটি বিষয়কে অসত্য বলে প্রমাণ করার চেষ্টা করছে।’

এরপর পপি বলেন, ‘আমি একজন শিল্পী, আমি তো ভূমিদস্যু নই। আজ যাদের আমি দুই হাতে নিজের সন্তানের মতো মানুষ করেছি, নিজের জীবনের সুন্দর সময় আমি যাদের জন্য ব্যয় করেছি, নিজের চাওয়া পাওয়া গুরুত্ব না দিয়ে তাদের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়েছি, কিন্তু এখন এসে দেখলাম তারা মানুষ তো হয়নি, উল্টো হিংস্র প্রাণীর চেয়ে বেশি কিছু হয়েছে। যাদের মানুষ করেছি, তাদের কৃতজ্ঞতাবোধও নেই।’

বলা দরকার, পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে ৩ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বোন ফিরোজা পারভীন। জানা যায়, পৈতৃক ৬ কাঠা জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ পপি ৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকায় ভাড়াটিয়ার বাড়ির সামনে যান। এতে বাধা দিলে ফিরোজা পারভীনকে হুমকি দেন পপি ও তার স্বামী।  

 

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
দুই দশক পর বিটিভিতে ফিরে নজির সৃষ্টি করলেন বেবী নাজনীন
দুই দশক পর বিটিভিতে ফিরে নজির সৃষ্টি করলেন বেবী নাজনীন
রাজপুতের মৃত্যু: চূড়ান্ত রায়ে জানা গেলো যা
রাজপুতের মৃত্যু: চূড়ান্ত রায়ে জানা গেলো যা
গাজায় শিশুহত্যা নিয়ে নাহিদের গান
গাজায় শিশুহত্যা নিয়ে নাহিদের গান
এবার একাই গাইবেন...
এবার একাই গাইবেন...
বুবলীর নায়ক তৌসিফ মাহবুব!
বুবলীর নায়ক তৌসিফ মাহবুব!