X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

গোয়া উৎসব হয়ে কলকাতায় তানভীর মোকাম্মেল

১৬-২৪ জানুয়ারি গোয়ায় অনুষ্ঠিতব্য ৫১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ইতিহাসনির্ভর চলচ্চিত্র ‘রূপসা নদীর বাঁকে’।

বিনোদন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২১, ১৮:০৯আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ১৩:২৭

রূপসা নদীর বাঁকে তানভীর মোকাম্মেলের ইতিহাসনির্ভর চলচ্চিত্র ‘রূপসা নদীর বাঁকে’ মুক্তি পেলো ১১ ডিসেম্বর। ভারতের গোয়ায় এবার হচ্ছে ওয়ার্ল্ড প্রিমিয়ার।

১৬-২৪ জানুয়ারি গোয়ায় অনুষ্ঠিতব্য ৫১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ছবিটি।

একই উৎসবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পঞ্চাশতম বর্ষ উপলক্ষে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জীবনঢুলী’। এটিও নির্মাণ করেছেন তানভীর মোকাম্মেল।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে (১৬ জানুয়ারি) অংশ নেওয়ার জন্য পরিচালক তানভীর মোকাম্মেল, ছবির প্রধান সহকারী পরিচালক ও শিল্পনির্দেশক উত্তম গুহ, অভিনেত্রী চিত্রলেখা গুহ শিগগিরই ভারতে যাচ্ছেন।

নির্মাতা জানান, উৎসবের উদ্বোধন ও প্রদর্শনের ফাঁকে ২১ জানুয়ারি আইজেনস্টাইন সিনে ক্লাবের উদ্যোগে কলকাতার গোর্কি সদনে অনুষ্ঠিত হবে ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটির একটি বিশেষ প্রদর্শনী।

‘রূপসা নদীর বাঁকে’তে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, উত্তম গুহ, মাসুম বাশার, আবদুল্লাহ রানা, বৈশাখী ঘোষ, সংগীতা চৌধুরী, মিলি বাশার, জেবুন্নেসা টুনটুনি, পাভেল ইসলাম, শরীফ হোসেন ইমন, মোহসীন শামীম, ইকবাল আহমেদ, এনায়েত এ মাওলা জিন্নাহ. মাহমুদ আলম, খন্দকার সোহান, পংকজ মজুমদার, ইব্রাহীম বিদ্যুৎ, শ্যামল বিশ্বাস, আছির উদ্দীন মিলন, নবকুমার সরকার, জহির বাচ্চু, মৃণাল দত্ত, প্রশান্ত কর্মকার, স্বপন গুহ, শেখ আবুল খায়ের, নাহার কৃপা, অপরূপ রাহী, আজম শেখ, রানা মাসুদ, রেজাউল করিম সিদ্দীক, মেহেদী আল আমীন, শিশুশিল্পী তূর্য, হিয়া, হিমু, পৌর্শিয়া ও অতিথি শিল্পী অ্যান্ড্রু জোন্স।

রূপসা নদীর বাঁকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা তানভীর মোকাম্মেল বলেন, ‘ছবিটির গল্প আবর্তিত হয়েছে একজন বামপন্থী নেতার জীবন নিয়ে। এই মানুষটির জীবন ও ত্যাগী রাজনৈতিক জীবনই চলচ্চিত্রটির মূল উপজীব্য। আর চলচ্চিত্রটির শেষ হবে মুক্তিযুদ্ধে এসে। সেই ভাবনা থেকে চলচ্চিত্রটি নির্মাণের উদ্যোগ নিয়েছিলাম।’

ছবিতে উঠে আসবে তিরিশ দশকের স্বদেশী আন্দোলন, তেভাগা আন্দোলন, রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্টদের হত্যাসহ বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু